অঞ্জন চট্টোপাধ্যায়,২৫ জানুয়ারি:- শেষবার জয়টা এসেছিল ১৪ ডিসেম্বর ঘরের মাঠে । এবার এল ২৫ জানুয়ারি চেন্নাইয়ের মাঠে । গতবারের আই লিগ চ্যাম্পিয়নদের তাঁদের ঘরের মাঠে ২-০ গোলে হারাল রানার্সরা। অর্থাৎ চেন্নাই সিটি এফসিকে হারাল ইস্টবেঙ্গল। অ্যালেজান্দ্রো ফিরতেই বাস্তব রায়ের কোচিংযে দেখা গেল ভয় ডরহীন লাল হলুদ ব্রিগেডকে। যদিও এদিন প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে বেশ চাপে দেখায়। একের পর এক গোল মিস করে যান কোলাডো। ম্যাচ যখন কার্যত ড্র এর দিকে এগোচ্ছে তখন ক্রোমাকে নামানো হয়। কলকাতা ময়দানের এই খেপুরে ফুটবলার নামাতেই ইস্টবেঙ্গলের পাসিং ফুটবল ফিরে আসে। ৬৮ মিনিটে গোল করেন মার্কোস। সেই গোল নিয়ে চেন্নাই অফসাইড দাবি করলেও তা ধোপে টেকেনি। ৭৭ মিনিটে পেনালি পায় ইস্টবেঙ্গল। পেনালিতে গোল করে যান কোলাডো। এই জযে ফলে ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৪ নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল । যদিও পরের ম্যাচে আর বাস্তব রায় কোচিং করাতে পারবেন না। কোচিংয়ে আসবেন অ্যালেজান্দ্রোর প্রাক্তন সহকারী মারিও ।
Related Articles
ফের একবার আজ থেকে শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি।
কলকাতা, ১৬ নভেম্বর:- গত বারের সাফল্যকে পুঁজি করে আজ মঙ্গলবার থেকে রাজ্যে ফের একবার শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্যের প্রতিটি জেলার সমস্ত ব্লকে এক মাস ধরে চলা এই শিবিরে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রুপশ্রী, লক্ষীর ভান্ডারের মত বিভিন্ন প্রকল্পে আবেদন করার সুবিধা মিলবে৷ নবান্নের হিসাব বলছে গত দফায় চলতি বছরের প্রথম দুয়ারে সরকার কর্মসূচিতে […]
প্রতিমাসে সর্বোচ্চ ৯ হাজার টাকা রোজগার করলেও পারিবারিক পেনশন যোগ্য বলেই বিবেচিত হবে।
কলকাতা, ৯ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের পারিবারিক পেনশন প্রাপকদের ন্যূনতম আয়ের সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতিমাসে সর্বোচ্চ মাসিক ৯ হাজার টাকা রোজগার করলেও পারিবারিক পেনশন পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে। রাজ্যের অর্থ দপ্তর এই মর্মে নির্দেশিকা জারিঙ্করেছে। এরফলে রাজ্যের প্রায় সাত লক্ষ্য পেনশন প্রাপকের পরিবারের সদস্যরা উপকৃত হবেন। উল্লেখ্য সাম্প্রতিক কলে পেনশন, পারিবারিক […]
নাকা চেকিং চলাকালীন হাওড়ায় উদ্ধার কুড়ি কেজি গাঁজা, ঘটনায় ধৃত ২।
হাওড়া, ২২ জুলাই:- রবিবার রাতে হাওড়ার জগাছা থানা এলাকায় কোনা এক্সপ্রেসওয়ের বাবলাতলায় কলকাতাগামী লেনে নাকা চেকিংয়ের সময় একটি স্কোডা গাড়ি পুলিশ আটক করে। তল্লাশির সময় ওই গাড়ি থেকে দুটি নাইলন ব্যাগ বাজেয়াপ্ত করা হয় যার মধ্যে থেকে প্রতিটি ব্যাগে প্রায় ২০ কেজি করে গাঁজা উদ্ধার হয়। এই গাঁজা পাচারের ঘটনায় ২ জনকে পুলিশ গ্রেফতার করে। […]









