অঞ্জন চট্টোপাধ্যায়,২৫ জানুয়ারি:- শেষবার জয়টা এসেছিল ১৪ ডিসেম্বর ঘরের মাঠে । এবার এল ২৫ জানুয়ারি চেন্নাইয়ের মাঠে । গতবারের আই লিগ চ্যাম্পিয়নদের তাঁদের ঘরের মাঠে ২-০ গোলে হারাল রানার্সরা। অর্থাৎ চেন্নাই সিটি এফসিকে হারাল ইস্টবেঙ্গল। অ্যালেজান্দ্রো ফিরতেই বাস্তব রায়ের কোচিংযে দেখা গেল ভয় ডরহীন লাল হলুদ ব্রিগেডকে। যদিও এদিন প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে বেশ চাপে দেখায়। একের পর এক গোল মিস করে যান কোলাডো। ম্যাচ যখন কার্যত ড্র এর দিকে এগোচ্ছে তখন ক্রোমাকে নামানো হয়। কলকাতা ময়দানের এই খেপুরে ফুটবলার নামাতেই ইস্টবেঙ্গলের পাসিং ফুটবল ফিরে আসে। ৬৮ মিনিটে গোল করেন মার্কোস। সেই গোল নিয়ে চেন্নাই অফসাইড দাবি করলেও তা ধোপে টেকেনি। ৭৭ মিনিটে পেনালি পায় ইস্টবেঙ্গল। পেনালিতে গোল করে যান কোলাডো। এই জযে ফলে ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৪ নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল । যদিও পরের ম্যাচে আর বাস্তব রায় কোচিং করাতে পারবেন না। কোচিংয়ে আসবেন অ্যালেজান্দ্রোর প্রাক্তন সহকারী মারিও ।
Related Articles
রাজ্যের সব জেলা হাসপাতালেই চালু হচ্ছে মা ক্যান্টিন।
কলকাতা, ৭ নভেম্বর:- কলকাতার পর এবার রাজ্যের সব জেলা হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে মা ক্যান্টিন চালু করা হবে। চলতি নভেম্বর মাসের মধ্যে এধরণের ৩৩ টি নতুন মা ক্যান্টিন খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতায় বর্তমানে এসএসকেএম হাসপাতাল সহ বিভিন্ন সরকারি হাসপাতাল চত্বর ও গুরুত্বপূর্ন এলাকায় ১৩৮ টি মা ক্যান্টিন রয়েছে। এছাড়া রাজ্যের ৩৪ টি পুরসভা এলাকায় […]
জাঙ্গিপাড়ায় মন্ত্রীর সামনেই গ্যাসের দাম বৃদ্ধিতে সরব গ্রামবাসীরা।
সুদীপ দাস, ২১ সেপ্টেম্বর:- তিনদিনের সফরের শেষ দিনে দলীয় কর্মীদের নিয়ে অমৃত মহোৎসব পদযাত্রায় যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা ট্রিব্রেওয়াল। আজ জাঙ্গিপাড়া থানার বোরোল মোড় থেকে জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা যায়। পরে সেখানে একটা পথসভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সফরের শেষ দিনে জাঙ্গিপাড়া বিধানসভার আঁটপুর, রাজবলহাট সহ বিভিন্ন […]
উচ্চশিক্ষার স্বার্থে সরকারি ও বেসরকারি ব্যাংক গুলিকে ছাত্র-ছাত্রীদের পাশে থাকার আর্জি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- রাজ্যের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার স্বার্থে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষকে আরও বেশি করে পাশে থাকার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উচ্চশিক্ষা দফতর আয়োজিত ছাত্র-ছাত্রীদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান ও ঋণ মঞ্জুরের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী এই প্রকল্পে যুক্ত হতে বিভিন্ন ব্যাংককে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। এদিন […]









