প্রদীপ সাঁতরা ,১৪ জানুয়ারি: .ছাত্র পরিষদের ডাকে গত সোমবার 13/01/20 তারিখ ১৫ নম্বর পোর্ট ট্রাস্টের মেইন অফিসের সামনে একটা বিক্ষোভ প্রদর্শন করলেন এবং প্রধানমন্ত্রী পোর্ট ট্রাস্টের নামকরণ করেছেন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে কিন্তু কংগ্রেসের ছাত্র পরিষদের নেতারা এই নামকরণ মানছে না, কারণ এটা সম্পূর্ণ বাঙালির অপমান বলে তারা মনে করে।
কেননা নেতাজির ডক বলে এতদিন ধরে পরিচিতি, আজ নেতাজিকে দূরে রেখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সামনে এনে রাজনীতি করছে মোদি সরকার তারই প্রতিবাদে আজ মোদি কুশপুতুল পোড়ানো হলো সেই সঙ্গে সি আই টি ইউ এই আন্দোলনে সামিল হয়েছে এবং তাদের বক্তব্য পেশ করছে।








