হাওড়া,১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মদিবসকে সামনে রেখে রবিবার ১২ জানুয়ারি হাওড়ায় যুব সংহতি পদযাত্রা করল তৃণমূল। এদিন বিকেলে মধ্য হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ওই সংহতি পদযাত্রার আয়োজন করা হয়। বর্ণাঢ্য ওই পদযাত্রায় ছিল সুসজ্জিত বিভিন্ন ট্যাবলো। এই পদযাত্রার সূচনা করে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, “আজকে সারা দেশে শ্রদ্ধার সঙ্গে স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মদিবস পালিত হচ্ছে। এই দিনটিতে আমরা মধ্য হাওড়ায় যুব সংহতি পদযাত্রা করছি। বর্তমানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে দেশ চলছে। দেশের সংস্কৃতি ঐক্য ভেঙে দেওয়ার চক্রান্ত হচ্ছে। বিভেদকামী শক্তি বিভেদ করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।” এদিন এই পদযাত্রা হাওড়া ইন্ডোর স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়। পদযাত্রা শুরুর আগে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন মন্ত্রী অরূপ রায়। এদিনের পদযাত্রা ইন্ডোর স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে নতুন রাস্তা মোড়, দালালপুকুর, ঘোষপাড়া, নেতাজি সুভাষ রোড, কালিবাবুর বাজার হয়ে মল্লিক ফটকে এসে শেষ হয়। পদযাত্রায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সুপ্রীতি চট্টোপাধ্যায়, সৃষ্টিধর ঘোষ, শ্যামল মিত্র, সুশোভন চট্টোপাধ্যায়, অনুপম ঘোষ, মৃণাল দাস সহ পুরসভার প্রাক্তন কাউন্সিলররা।