উঃ২৪পরগনা,৯ জানুয়ারি:- ফের রাস্তায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী। বাজি বিস্ফোরণ নিয়েও ক্ষতিপূরণ এর আশ্বাস মমতার। সি এ এ ও এন আর সি হতে দেব না মধ্যমগ্রামে ঘোষণা করেন । মধ্যমগ্রাম থেকে বারাসাত হেঁটে এসে যাত্রা উৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যাত্রাকে সি এ এ ও এ ন আর সির প্রতিবাদের মাধ্যম হিসেবে গড়ে তোলার আহ্বান জানালেন । তিনি এন আর সি ও সি এ এ নিয়ে যাত্রা অভিনয় করে সঙ্ঘবদ্ধ প্রতিবাদ গড়ে মানুষের কাছে পৌছে দিতে বললেন । একই সঙ্গে দেবকে উদ্ধার বোমা গৌরীপুর ঘাটে এদিন নিস্ক্রিয় করার সময় হওয়া বিস্ফোরণ জনিত ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রশাসন ও দলকে ।