এই মুহূর্তে জেলা

ফুলবাড়িতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধ দম্পতির।

 

দার্জিলিং,৭ জানুয়ারি:- আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধ দম্পতির। ঘটনাটি ঘটেছে দুই নম্বর ফুলবাড়ী অঞ্চলের পূর্বধলার জয়নগর কলোনি এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বৃদ্ধের নাম রোহিত প্রসাদ রায় ও তার সহধর্মিণী দ্রৌপদী রায় রায়। জানা গিয়েছে যে সোমবার রাতে নিজের ঘরেই আগুন পোহাতে গিয়ে সম্পূর্ণ ভাবে অগ্নিদগ্ধ হয়। এরপর স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভালেও বাঁচানো যায়নি তাদের। এবং খবর দেওয়া হয় পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর পুলিশ মৃতদেহদুটিকে উদ্ধার করে নিয়ে যায়।তবে কিভাবে আগুন তাপাতে গিয়ে দম্পতির মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.