অঞ্জন চট্টোপাধ্যায়,৪ জানুয়ারি:- সেই প্লাজাই হারাল ইস্টবেঙ্গলকে। একেবারে শেষ মুহূর্তের গোলে। ৯০ মিনিটে ইজরায়েল গুরুং-এর ক্রস থেকে সেকেন্ড পোস্টে হেড করে গোল করে যান এই ত্রিনিদাদ টোবাগোর ফুটবলার। প্রথমার্ধে চার্চিল খোলসে ঢুকে থাকলেও দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরোতে থাকে। বেশ কয়েকবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলে তারা। ৬২ মিনিটে একা বল নিয়ে বক্সে ঢুকে পড়েন প্লাজা। কোনওরকমে সামাল দেন লাল-হলুদের তেকাঠির নীচে দাঁড়ানো মাওয়াইয়া রালতে। এরপর ৬৪ মিনিটে ফের প্লাজার দুরন্ত হেড সেভ করেন ইস্টবেঙ্গল গোলরক্ষক।
চোট সারিয়ে লাল-হলুদ মাঝমাঠে এদিন ফিরেছিলেন লালরিনডিকা রালতে। কিন্তু তেমন কোনও ছাপ ফেলতে পারলেন বহু যুদ্ধের নায়ক। ৬৮ মিনিটে চার্চিল বক্সে সহজ সুযোগ নষ্ট করেন ডিকা। বক্সের ভিতরে বল পেয়ে উড়িয়ে দেন পোস্টের উপর দিয়ে। ৮৫ মিনিটে মার্তি ক্রেসপির দুরন্ত শট ক্রসপিসে লেগে বেরিয়ে যায়। এই ম্যাচ হারের ফলে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ৫ ম্যাচে ৮। লাল-হলুদের পরের ম্যাচ ১৫ জানুয়ারি গোকুলাম কেরালার বিরুদ্ধে। সেই ম্যাচে ঘরের মাঠে খেলতে নামবে আলেজান্দ্রো মেনেন্ডেজের ছেলেরা। আইলিগের বাকি ম্যাচগুলিতে স্প্যানিশ তারকা জুয়ান মেরা গঞ্জালেস যতটা ঝলক দেখিয়েছিলেন, এদিন তাঁকেও কিছুটা ম্রিয়মান দেখায়। নির্বাসন কাটিয়ে এদিন মাঠে ফিরেছিলেন হ্যামেস স্যান্টোস কোলাডোও।Related Articles
মহারাষ্ট্রের নতুন সরকার গঠনের প্রক্রিয়াকে অনৈতিক বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৪ জুলাই:- তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহারাষ্ট্রের নতুন সরকার গঠনের প্রক্রিয়াকে অনৈতিক ও অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন। কলকাতায় আজ ইন্ডিয়া টু়ডে গোষ্ঠীর এক আলোচনা চক্রে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করেন, শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের আসামে রাখার সময় বিজেপি অর্থের চেয়ে বেশি কিছু দেওয়া হয়েছিল। মহারাষ্ট্রের এই সরকার টিকবে না। বিজেপি সরকার […]
রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ শুরু আগামী মঙ্গলবার থেকে , প্রথম পর্যায়ে পাবে ১৭০ জন।
কলকাতা,১৪ আগস্ট:- আগামী মঙ্গলবার থেকে রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ করা শুরু হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে প্রথম পর্যায় বিভিন্ন জেলার ১৭০ জন পড়ুয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক মারফত ওই ক্রেডিট কার্ড হাতে পেতে চলেছে। এখনও অবধি রাজ্যের প্রায় ৭০ হাজার পড়ুয়া এই কার্ডের জন্য আবেদন করেছে। তার মধ্যে থেকেই এই ১৭০ জন পড়ুয়াকে বেছে নেওয়া হয়েছে। […]
২৫ ডিসেম্বর ২৫ ফুটের সবচেয়ে বড়ো কেক হাওড়ায়। বিলি করা হবে এক হাজার শিশুকে।
হাওড়া ,২৪ ডিসেম্বর:- ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ২৫ ফুটের বিশালাকার কেক বানানো হচ্ছে হাওড়ায়। সেই কেক বড়দিনের দুপুরে প্রায় এক হাজারেরও বেশি শিশুদের মধ্যে বিতরণ করা হবে। দাশনগরের আলামোহন দাস চিলড্রেন্স পার্কে এই অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছেন তৃণমূল নেতা প্রাক্তন মেয়র পারিষদ সদস্য বিভাস হাজরা। বিভাসবাবুর দাবি,এত বিশাল ক্রিস্টমাস কেক বাংলায় প্রথম। আগামীকাল বড়দিনের দুপুরে […]