এই মুহূর্তে জেলা

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরব অভিভাবকদের একাংশ সহ অন্যান্য শিক্ষিকারা বিদ্যালয় থেকে বেড়িয়েই গেলো সহ শিক্ষিকারা।

হুগলি,২ জানুয়ারি:- বার্ষিক পরীক্ষার পর আজ স্কুল খুলতেই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরব অভিভাবকদের একাংশ সহ অন্যান্য শিক্ষিকারা। বিদ্যালয় থেকে বেড়িয়েই গেলো সহ শিক্ষিকারা। তাঁরা গেটের সামনে অবস্থানে বসলো। পড়াশুনোই হলো না পান্ডুয়ার রাধারানি গার্লস হাই স্কুলে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরী সরকারকে নিয়ে অন্যান্য শিক্ষিকাদের প্রতিবাদ নতুন নয়। এর আগেও একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরব হয়েছেন সহ শিক্ষিকারা।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                                                     সহ শিক্ষিকাদের পাশে থেকেছে একশ্রেণীর ছাত্রী ও অভিভাবকরা। কাবেরী দেবীকে প্রধান শিক্ষিকা হিসাবে মেনে নিতে চায়নি তারা। তাই বিগত দিনে নানা কারন দেখিয়ে তাঁরা আন্দোলনে সামিল হয়েছেন । ফাইনাল পরীক্ষার বেশকিছুদিন পর আজ নতুনবছরে স্কুল খোলে। কিন্তু অভিভাবক ও সহ শিক্ষিকারা যে তাঁদের দাবীতে অনড় তা আজ বোঝা গেলো প্রধান শিখিকা কাবেরী সরকারকে রিতিমত ক্লাস থেকে বের করে দিলো বলে অভিযোগ। সহ শিক্ষিকারাও বিদ্যালয়ের গেটের সামনে অবস্থানে বসলো। ঘটনার জেরে আজ কোন ক্লাসই হলো না। তবে নিজেদের মেয়েদের পড়াশুনার কথা চিন্তা করে এই অচলাবস্থার বিরুদ্ধে সরব হলো অভিভাবকদের একাংশ । এবিষয়ে প্রধান শিক্ষিকা কাবেরী সরকার বলেন আমি নিয়ম মেনেই স্কুলে এসেছি। কিন্তু আমাকে কিছু অভিভাবকরা ক্লাস করতে দেয়নি।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.