এই মুহূর্তে জেলা

পুকুর ভরাটের অভিযোগ সরেজমিনে দেখতে গিয়ে বাঁধা বিধায়ককে। তালা বন্ধ গেটই খুললো না অভিযুক্তরা।


 

হুগলি,২৫ ডিসেম্বর:- পুকুর চুরি হয়ে গেছে এই খবর পেয়ে দেখতে গিয়েছিলেন বিধায়ক।কিন্তু তা আর স্বচক্ষে দেখা হগলো না। কারণ পুকুর তখন পাঁচিল দিয়ে ঘিরে গেটে তালা দিয়ে রাখা হয়েছে। অগত্যা ফিরে আসতে হলো বিধায়ককে।  চুঁচুড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডে দে পাড়ার সন্দীপ দে বিধায়ক অসিত মজুমদারকে অভিযোগ জানিয়েছিলেন। তার একটি ছোট পুকুর স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ সাহা দখল করে নিয়েছেন।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                             শুধু তাই নয় সন্দীপ দের দেওয়া সেই পুকুরের সীমানা প্রাচীরের গেটে তালা দিয়ে দিয়েছে প্রসেনজিৎ সহ তাঁর পরিবার । এবং আস্তে আস্তে পুকুরটি ভরাট করে দেওয়া হচ্ছে । পাড়ার লোক এই বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে প্রসেনজিৎবাবু ও তার দুই বোন অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দেয বলে অভিযোগ় । আজ বিধায়ক এলাকায় যান যদিও পাঁচিলে ঘেরা পুকুর গেটে তালা দিয়ে রাখা হয়েছে তিনি ভেতরে ঢুকতে পারেন নি । তবে তিনি জানিয়েছেন প্রসেনজিৎ বাবু যতই চেষ্টা করুন না কেন জলাশয় আবার আগের অবস্থায় ফিরিয়ে দেয়া হবে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.