কলকাতা, ২৯ এপ্রিল:- চলতি বছরের হজ যাত্রা মসৃণ ও নির্বিঘ্ন করতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। হজের প্রস্তুতি নিয়ে রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ নবান্ন সভাঘরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন। সংখ্যালঘু বিষয়ক, পরিবহন, স্বাস্থ্য, জনস্বাস্থ্য কারিগরি সহ হজ যাত্রার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সচিব সহ উচ্চ পদস্থ আধিকারিকদের ওই বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া রেল, বিমান বন্দর কতৃপক্ষ, সি আই এস এফ, পাসপোর্ট সেবা বিভাগের আধিকারিকরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন। নিউটাউনের হজ হাউসের প্রস্তুতি, হজ যাত্রীদের পাসপোর্ট এবং বিমান বন্দরের নিরাপত্তা পাসের ব্যবস্থা, তাদের টিকাকরণ সহ একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।