জেলা এই মুহূর্তে

প্রভুর প্রার্থনায় ব্যান্ডেল চার্চ।

 

হুগলি,২৫ ডিসেম্বর:- গত কালই সন্ধ্যা নামতেই মোহমোহী আলোয় অপরুপ সৌন্দর্যে আলাদা রুপের প্রধান আকর্ষন ছিল ব্যান্ডেল চার্চ। দশটার পরই শুরু হয় প্রভুর প্রার্থনা। রাত যত যত বেরেছে ভিড় বেড়েছে চার্চে। রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে সাজিয়ে তোলা হয়েছে চারশো বছরেরও প্রাচীন এই গির্জা। গির্জাটিতে একটি বিশাল ঘড়িসহ স্তম্ভ রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এতে প্রচুর পরিবর্তন করা হয়েছে। পুরনো স্থাপত্যের কিছুই প্রায় অবশিষ্ট নেই। হুগলি নদীর তীরে একটি বেঁকানো দরজা দিয়ে গির্জায় ঢুকতে হয়। দরজার ওপরে নৌকোয় মাতা মেরি ও শিশু যিশুর মূর্তি রয়েছে । সাধারণত বড়দিনের দিন বন্ধ থাকে এই চার্চ।কিন্তু চার্চ সংলগ্ন মাঠ সাজিয়ে তোলা হয়েছে যিশুর কাহিনি।  ছুটির দিনে চার্চ সংলগ্ন গঙ্গার পারে বহু মানুষ আসে পিকনিক করতে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.