হাওড়া,২৫ ডিসেম্বর:- বুধবার বড়দিন এই উপলক্ষে হাওড়ার দাশনগর থানা ট্রাফিক গার্ড এক অনুষ্ঠানের আয়োজন করে। হাওড়ার কামারডাঙা এইচআইটি রোডের এক অনাথ আশ্রমের বাচ্চাদের নিয়ে বড়দিন পালন করেন তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক ২, আইসি দাশনগর ট্রাফিক গার্ড সহ দাসনগর ট্রাফিক গার্ডের কর্মীরা। এদিন আশ্রমের শিক্ষক এবং শিশুদের ক্রিসমাস টুপি, কেক, মিষ্টি দেওয়া হয়। এরপর হাওড়া সিটি পুলিশের আয়োজনে হাওড়ার চ্যাটার্জিপাড়া ক্রসিংয়ের কাছে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রচার চালানো হয়।
গাড়িচালক স্থানীয় মানুষ, স্থানীয় একটি ক্লাব এবং ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রতিযোগিতায় সেরা ক্লাবকে নিয়ে এই প্রচারকার্য চালানো হয়। প্রচারকার্য চালানোর সময় সেভ ড্রাইভ সেভ লাইফ স্টিকার গাড়িতে লাগানো হয়। রাস্তায় দুর্ঘটনা এড়ানোর জন্য যাত্রীদের নিরাপত্তার জন্য নিয়ম মেনে রাস্তায় চলাচলের ব্যাপারে সচেতনও করা হয়।