এই মুহূর্তে খেলাধুলা

আগামী তিন মাস উপযুক্ত স্পনসর আনার কাজ করবেন লাল-হলুদ কর্তারা।

কলকাতা,১৮ ডিসেম্বর:- এখনো স্পনসর এর বিষয় এ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইস্টবেঙ্গল- কোয়েস। এর থেকে শিক্ষা স্পনসর বা ইনভেস্টর যে আসুক না কেন এখনো তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেবে না ইস্টবেঙ্গল । কোয়েস এর সঙ্গে পরের বছর বিচ্ছেদ একবারে পাকা ঠিকই । কিন্তু পরের বছর আই এস এল এও খেলবে ক্লাব তাই স্পনসর লাগবে । সে কারণে সব কিছু যাতে বজায় থাকে অথাৎ ক্লাব এর গর্বের সঙ্গে কর্তাদের নিজেদের অস্তিত্বও।  আর মোটা টাকাও এলো এই নীতিতেই ক্লাব কর্তারা স্পনসর আনবে । আগামী তিন মাস ধরে উপযুক্ত স্পনসর আনার কাজ করবেন কর্তারা।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                তাঁদের পুরোনো স্পনসর কিংফিশার এর সঙ্গে কথা হলেও তারা ৩০০ কোটির মতো এত অর্থ দেবে না বলে ইঙ্গিত পাওয়া গেছে। তাই বাজিয়ে দেখা হচ্ছে স্পনসর দের । তবে রবিবার ইতালির নতুন স্পনসর এর সঙ্গে আলোচনা তে সন্তুষ্ট হলে তাদের নেওয়ার দিকে এগিয়ে যাবে ক্লাব। নাম প্রকাশ এ অনিচ্ছুক এক ইস্টবেঙ্গল কর্তা বলেন, এটা ঠিক ক্লাব দেখতে আমাদের এক বিদেশি কোম্পানি আসবে তবে সব কিছু দেখেই সিদ্ধান্ত নেবো হটকারী সিদ্ধান্ত নেবো না।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.