এই মুহূর্তে খেলাধুলা

যথেষ্ট আত্মবিশ্বাসী ডগলাস বাগানের থেকে পয়েন্ট কাড়তে মরিয়া ৷

 

অঞ্জন চট্টোপাধ্যায়,১০ ডিসেম্বর:- দুই বড় ক্লাবে এক সময় চুটিয়ে খেলেছেন ৷ পরে সবুজ মেরুন অ্যাকাডেমির দায়িত্ব নিয়েছিলেন ৷ কিন্তু এবার কলকাতায় এলেন অন্য ভূমিকায় ৷ এবার তাঁর কলকাতায় আসা আই লিগের নতুন দল মণিপুরের ট্রাউ-এর কোচ হয়ে। বুধবার কল্যাণীতে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাল ট্রাউ-এর কোচকে ৷ বয়স বাড়লেও চেহারায় বিশেষ পরিবর্তন হয় ৷ ময়দানে প্রায় দশ বছর খেলে যাওয়া ডগলাস দ্য সিলভা নতুন ভূমিকায় বাগানের থেকে পয়েন্ট কাড়তে মরিয়া ৷ ব্রাজিলিয়ান মিডিও বলেন, ‘আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে দিন দশেক আগে দল নিয়ে কলকাতায় এসেছি।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                               তিন পয়েন্ট না-হলেও এক পয়েন্ট পেতে চাই।’ বুধবার বাগানের বিরুদ্ধে খেলার পর ট্রাউ খেলবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৷ তবে বাগান ম্যাচ নিয়ে তাঁর মন্তব্য, ‘মোহনবাগান শক্তিশালী দল। ওদের সমীহ করলেও ভয় পাচ্ছি না। গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই এফসি-র বিরদ্ধে প্রথম ম্যাচে একটা ভুল করে এক গোলে হেরেছি । চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ছেলেরা যখন ভয় পায়নি, তখন মোহনবাগানকে ভয় পাওয়ার কারণ নেই ৷’ সবুজ-মেরুন তাঁবুতে বসেই বাগান সম্পর্কে ছেলেদের অভয় দেন ট্রাউ-এর কোচ জোসেবা বেইতিয়াদের কোচ অবশ্য মনে হল এ সব নিয়ে মোটেই চিন্তিত নন। বললেন,

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                                                   ‘‘আমার উপরে কোনও চাপ নেই ।  ভাল খেলেও জিততে পারছি না । গোলের সুযোগ আসছে কিন্তু গোল হচ্ছে না । অনুশীলনে তা মেরামত করার চেষ্টা চলছে।’’ পাশাপাশি তাঁর মন্তব্য, ‘‘চার্চিলের সঙ্গে চার গোল খাওয়া বাড়াবাড়ি হয়ে গিয়েছে। কারও একার দোষে গোল হয়েছে তা মানছি না । এটা সবার ব্যর্থতা । ’’

There is no slider selected or the slider was deleted.