হাওড়া,১০ ডিসেম্বর:- প্রশাসক নিয়োগের পর গত এক বছরে সর্বক্ষেত্রেই ব্যর্থ পুরসভা। প্রতিবাদে হাওড়া পুরসভার গেটে কেক কেটে ব্যর্থতার বর্ষপূর্তি সেলিব্রেশন করল বিজেপি। মুখ্যমন্ত্রী ও পুরমন্ত্রীর ছবিতে কেক খাওয়ালো তারা।পুরবোর্ডের মেয়াদ শেষ হয়েছিল ঠিক এক বছর আগেই। কিন্তু নির্বাচনের পথে না হেঁটে হাওড়া পুরসভায় প্রসাশক নিয়োগ করেছিল রাজ্য সরকার। কিন্তু গত এক বছরে পুরসভা কমিটিবিহীন থাকার জন্য এবং ভোট না করার জন্য কোনও উন্নয়ন হয়নি বলে অভিযোগ বিরোধীদের।
এরই প্রতিবাদে মঙ্গলবার সকালে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার নেতৃত্বে প্রতীকী কেক কেটে পুরসভার ব্যর্থতার একবছর পূর্তি সেলিব্রেশনের আয়োজন করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমের ছবি সাজিয়ে জন্মদিনের কেক খাওয়ানো হয়। বিজেপি যুব মোর্চা কর্মীদের এদিন পুরভবনে ঢুকতে বাধা দেওয়া হয়। তারা গেটের সামনে রাস্তায় বসে পড়ে শ্লোগান দেন। পুরসভার ব্যর্থতার বছরপূর্তির সেলিব্রেশন করেন।পুরসভার সামগ্রিক ব্যর্থতার প্রতিবাদে ক্ষোভ উগরে দেন তারা। উপস্থিত ছিলেন সুরজিৎ সাহা, ওমপ্রকাশ সিং প্রমুখ বিজেপি জেলা নেতৃবৃন্দ।








