হুগলি,৭ ডিসেম্বর:- সকাল সকালই হাজির সাফাই অভিযানে, কারো হাতে ঝাঁটা, কারো হাতে ময়লা তোলার ব্যাগ, সাফাই অভিযানে সামিল শ্রীরামপুরের থার্ড বেঙ্গলের এন সি সির পরুয়ারা।শ্রীরামপুরের ফেরি সার্ভিসের গঙ্গার পার সংলগ্ন এলাকায় সাফাই অভিযান হলো। এদের নেতৃত্ব দেন অার্মির অফিসারেররা।এক ক্যাডেট জানায় পরাশোনার ফাঁকে এই ধরনের কাজ করতে খুবই ভালো লাগে।সমাজের চারপাশ টা পরিস্কার থাকলে খুবই ভালো লাগে। অনেক রোগ জীবানু থেকে মুক্তি পাওয়া যায়।আগামি দিনে ইন্ডিয়ান আর্মিতে যোগ দেবার পর এই শিক্ষা গুলো কাজে লাগাতে পারবো।