পুরুলিয়া,৬ ডিসেম্বর:- সেনাবাহিনীর নিয়ম অনুসারে মর্যাদার সঙ্গে শেষকৃত্য সম্পন্ন হল মৃত আইটিবিপি কনস্টেবল পুরুলিয়ার যুবক বিশ্বরূপ মাহাতোর । গত বুধবার সকালে ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার কাদেনার ক্যাম্পে নিজেদের মধ্যে কোন একটি বিষয় নিয়ে বচসার জেরে সহকর্মীর গুলিতে তিনি সহ পাঁচজন আইটিবিপি কর্মীর মর্মান্তিক মৃত্যু হয় । ওই ঘটনায় গুলি চালিয়ে নিজেও আত্মঘাতী হয় আইটিবিপি কনস্টেবল নদীয়া জেলার মাসুদুল রহমান । ঘটনায় ৬ জনের মৃত্যু হয় । আহত হয় দুজন । মৃতদের মধ্যে
বিশ্বরূপ মাহাতো পুরুলিয়া জেলার আড়শা থানার খুকড়ামুড়া গ্রামের যুবক ছিল । শুক্রবার সকালে তার মৃতদেহ বাড়িতে এসে পৌঁছানোর পরে গোটা গ্রাম শোকস্তব্ধ হয়ে পড়ে । এদিন আইটিবিপি র পদস্থ আধিকারিক ও জেলা পুলিশের আধিকারিকদের উপস্থিতিতে বিশ্বরূপ মাহাতো কে গার্ড অফ অনার দেওয়া হয় । তারপরই চোখের জলে শেষ বিদায় জানানো হয় এলাকার সাহসী ও সৎ যুবক বলে পরিচিত বিশ্বরূপ মাহাতোকে । শেষকৃত্যে উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো । ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের জন্য কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তিনি আবেদন জানাবেন বলে জানিয়েছেন সাংসদ ।