হাওড়া,৬ ডিসেম্বর:- পেঁয়াজ কিনতে গিয়ে পেঁয়াজের দাম শুনে চোখের জল ঝরছে আমজনতার। তাই বিশ্ব মৃত্তিকা দিবসে আগত অতিথিদের চোখের জলের পরিবর্তে মুখে হাসি ফোটাতে পেঁয়াজের উপরেই ভরসা রাখলেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। অনুষ্ঠানে আগত সকল অতিথিদের হাতে উপহার স্বরূপ এক হাঁড়ি করে পেঁয়াজ তুলে দেওয়া হয়। কাউকে কাউকে আবার পেঁয়াজের পাশাপাশি অন্যান্য সবজি এবং গাছের চারাও দেওয়া হয়। হাওড়া জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ মানস বসু উদ্যোক্তাদের এই চমৎকৃত সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি সহাস্যবদনে সরস মন্তব্যের মধ্যে দিয়ে উদ্যোক্তাদের এহেন উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেন, “মাটি অনুষ্ঠানে আগত অতিথিরা অনুষ্ঠান থেকে বাড়ি ফিরলে তাঁদের গৃহিণীদের গোমড়া মুখে যে হাসি ফুটবে সেকথা বলাই বাহুল্য।”
অনুষ্ঠানের আর এক অতিথি বিশিষ্ট অধ্যাপক আক্রামূল হক ভূমিক্ষয় রোধ এবং যথেচ্ছ রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির ক্ষতি সম্পর্কে বক্তব্য রাখার পাশাপাশি এদিনের অনুষ্ঠানে অতিথিদের পেঁয়াজ উপহার দেওয়ার বিষয়টিকে এক অভিনব উদ্যোগ বলে বর্ণনা করেন। অনুষ্ঠানের মূখ্য আয়োজক বাগনান-১ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ চন্দ্রনাথ বসু বলেন এক কেজি পেঁয়াজের দাম দেড়শ টাকা ছুঁতে চলেছে। তাই ভোজন রসিক বাঙালিকে হেঁসেলে পেঁয়াজের যোগান দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। পেঁয়াজ ছাড়া মাংস এবং মাছের কিছু পদ রান্না করা সম্ভব নয়, তাই স্বভাবতই গৃহিনীদেরও মুখ ভার। তাঁর অনুষ্ঠানে আগত অতিথিদের মুখে অন্তত দু’ দিনের জন্য হাসি ফোটানোর লক্ষ্যে তিনি এই মুহূর্তে পেঁয়াজ ছাড়া অন্য কোনও উপহারের কথা ভাবতেই পারেননি। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগনান-১ পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, বিশিষ্ট চিকিৎসক সৌরেন্দু শেখর বিশ্বাস, পরিবেশ কর্মী জয়িতা কুণ্ডু, শিক্ষাবিদ বিভাস সামন্ত, সমাজকর্মী অনির্বাণ সামন্ত প্রমুখ। অনুষ্ঠানে পাঁচজন কৃষককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।Related Articles
লাল-হলুদে বাগানের শঙ্কর, যোগ দিলেন আরও ৩ তারকা।
স্পোর্টস ডেস্ক ,৭ মে:- করোনা পরিস্থিতির মধ্যেই নতুন মরসুমের জন্য দল সাজানোর কাজ প্রায় শেষের পথে ইস্টবেঙ্গলের। জামশেদপুর এফসি থেকে ইস্টবেঙ্গলে এলেন সাইড ব্যাক কিগান পেরেরা। এটিকে,বেঙ্গালুরুর মতো ক্লাবে খেলেছেন কিগান। অন্যদিকে গত আইলিগে গোকুলামের হয়ে দুরন্ত পারফর্ম করা মহম্মদ ইর্শাদের সঙ্গেও চুক্তি সেরে ফেলল লাল-হলুদ। ডিফেন্সিভ মিডিও ছাড়াও সেন্ট্রাল ব্যাক পজিসনেও খেলতে পারেন […]
অগস্টে চ্যাম্পিয়ন লিগ, খেলবে আটটি দল।
স্পোর্টস ডেস্ক , ১৮ জুন:- করোনা অতিমারির জেরে মার্চ মাস থেকে বন্ধ রয়েছে চ্যাম্পিয়ন লিগের খেলা। এই পরিস্থিতিতে প্রতিযোগিতা শেষ করতে অভিনব সিদ্ধান্ত নিল উয়েফা। আটটি দলকে নিয়ে অগস্টে পর্তুগালের লিসবনে চ্যাম্পিয়ন লিগের ‘ছোট সংস্করণ’ আয়োজন করবে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা। বুধবার উয়েফার তরফে জানানো হয়েছে, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে একবারই মুখোমুখি হবে দলগুলো। অর্থাৎ, […]
ধর্মতলায় মঞ্চ ভাঙার প্রতিবাদে, বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডে ধিক্কার মিছিল তৃণমূলের।
হুগলি, ২ সেপ্টেম্বর:- বাংলা বিদ্বেষী আচরন যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মাথা ছাড়া দিচ্ছে, তার প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের যে প্রতিবাদ মঞ্চ করা হয়েছিল তা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভেঙে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতিবাদে ফেটে পড়েন, বের করা হয় প্রতিবাদ মিছিল। মঙ্গলবার বিকালে বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ […]