হাওড়া,৬ ডিসেম্বর:- পেঁয়াজ কিনতে গিয়ে পেঁয়াজের দাম শুনে চোখের জল ঝরছে আমজনতার। তাই বিশ্ব মৃত্তিকা দিবসে আগত অতিথিদের চোখের জলের পরিবর্তে মুখে হাসি ফোটাতে পেঁয়াজের উপরেই ভরসা রাখলেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। অনুষ্ঠানে আগত সকল অতিথিদের হাতে উপহার স্বরূপ এক হাঁড়ি করে পেঁয়াজ তুলে দেওয়া হয়। কাউকে কাউকে আবার পেঁয়াজের পাশাপাশি অন্যান্য সবজি এবং গাছের চারাও দেওয়া হয়। হাওড়া জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ মানস বসু উদ্যোক্তাদের এই চমৎকৃত সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি সহাস্যবদনে সরস মন্তব্যের মধ্যে দিয়ে উদ্যোক্তাদের এহেন উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেন, “মাটি অনুষ্ঠানে আগত অতিথিরা অনুষ্ঠান থেকে বাড়ি ফিরলে তাঁদের গৃহিণীদের গোমড়া মুখে যে হাসি ফুটবে সেকথা বলাই বাহুল্য।”
অনুষ্ঠানের আর এক অতিথি বিশিষ্ট অধ্যাপক আক্রামূল হক ভূমিক্ষয় রোধ এবং যথেচ্ছ রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির ক্ষতি সম্পর্কে বক্তব্য রাখার পাশাপাশি এদিনের অনুষ্ঠানে অতিথিদের পেঁয়াজ উপহার দেওয়ার বিষয়টিকে এক অভিনব উদ্যোগ বলে বর্ণনা করেন। অনুষ্ঠানের মূখ্য আয়োজক বাগনান-১ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ চন্দ্রনাথ বসু বলেন এক কেজি পেঁয়াজের দাম দেড়শ টাকা ছুঁতে চলেছে। তাই ভোজন রসিক বাঙালিকে হেঁসেলে পেঁয়াজের যোগান দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। পেঁয়াজ ছাড়া মাংস এবং মাছের কিছু পদ রান্না করা সম্ভব নয়, তাই স্বভাবতই গৃহিনীদেরও মুখ ভার। তাঁর অনুষ্ঠানে আগত অতিথিদের মুখে অন্তত দু’ দিনের জন্য হাসি ফোটানোর লক্ষ্যে তিনি এই মুহূর্তে পেঁয়াজ ছাড়া অন্য কোনও উপহারের কথা ভাবতেই পারেননি। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগনান-১ পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, বিশিষ্ট চিকিৎসক সৌরেন্দু শেখর বিশ্বাস, পরিবেশ কর্মী জয়িতা কুণ্ডু, শিক্ষাবিদ বিভাস সামন্ত, সমাজকর্মী অনির্বাণ সামন্ত প্রমুখ। অনুষ্ঠানে পাঁচজন কৃষককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।Related Articles
প্রয়াত কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী।
সোজাসাপটা ডেস্ক,৩০ এপ্রিল:- বৃহস্পতিবার বিকাল ৫ টায় যোধপুর পার্কের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়েকিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামীর।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বেশ কয়েকমাস ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁকে যোধপুর পার্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল ৫টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই তাঁর মৃত্যু হয়। তার মৃত্যু খবরে ময়দান […]
সুমিত্রা ব্যানার্জীর স্মৃতি রক্ষার্থে পাঁচ মাইল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা নির্বিগ্নে শেষ হলো।
হুগলি,২৫ ডিসেম্বর:- স্বর্গীয় সহধর্মিনী সুমিত্রা ব্যানার্জীর স্মৃতি রক্ষার্থে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এবার পঞ্চম বর্ষে পড়লো। মূলত ডাঃ সমর ব্যানার্জীর উদ্যোগে এবং রিষরা স্পোর্টিং ক্লাবের ব্যানারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । প্রতিবছরের মতো এবারও ২৫ ডিসেম্বর সকালে ফ্ল্যাগঅফ করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডা: সমর ব্যানার্জী। উত্তরপাড়া গৌরি সিনেমার সামনে থেকে শুরু হয়ে রিষরা গার্লস স্কুলের […]
হাওড়া হাসপাতালে চাঙড় ভেঙে জখম ২।
হাওড়া, ১১ আগস্ট:- হাসপাতালে ছাদের চাঙড় ভেঙে জখম হলেন এক তরুণী ও তাঁর বৃদ্ধ বাবা। এরা সকলেই এক আত্মীয়ার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসেছিলেন। মঙ্গলবার রাতের ওই ঘটনায় হাওড়া জেলা হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহতদের ওই হাসপাতালেই ইমারজেন্সি বিভাগে প্রাথমিক চিকিৎসা করানো হয়। ছাদের চাঙড় ভেঙে পড়ে যে অংশে সেখানে দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন হাসপাতাল […]






