এই মুহূর্তে জেলা

বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ স্মরণে তাঁর বাড়ির আদলে বইমেলা কে থিম করতে চলেছে কোন্নগর পুরসভা ।

হুগলি,৪ ডিসেম্বর:- পন্ডিত ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ স্মরণে তাঁর বসত বাড়ির আদলে বইমেলা কে থিম করতে চলেছে কোন্নগর পুরসভা । বুধবার এক সাংবাদিক বৈঠকে একথা বলেন বইমেলা কমিটির সভাপতি বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় । তিনি বলেন, বিদ্যাসাগরের পাশাপাশি জাতির জনক গান্ধীজী ও প্রবাদ প্রতীম সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় কে স্মরণ করা হবে বইমেলায় । বইয়ের প্রচার বাড়াতে বইয়ের জন্য হাটুঁন কর্মসূচী নেওয়া হয়েছে ।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                  বইমেলার উব্দোধনের দিন ৬ ডিসেম্বর প্রফুল্ল কানন শিশু উদ্যান ও জোড়াপুকুর হেলথ সেন্টার থেকে পদযাত্রা শুরু হবে।নামী দামি প্রকাশনী সংস্থা সহ মোট ৪০টি বইয়ের স্টল থাকবে মেলায় । এছাড়া প্রত্যেক দিন থাকবে নানা ধরনের সাংস্কৃতিক ও বিঞ্জান ভিত্তিক অনুষ্ঠান বলে জানিয়েছেন বইমেলা কমিটির সম্পাদক শরদিন্দু ভুঁইয়া ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.