এই মুহূর্তে জেলা

তৃণমূলের বিজয়োৎসবেও ডেঙ্গি সচেতনতার বার্তা।

 

হাওড়া,১ ডিসেম্বর:- হাওড়ায় সচেতনতার বার্তা তৃণমূলের। জয়ের বিজয়োৎসবের পাশাপাশি ডেঙ্গু সচেতনতায় পথে নামলেন তারা। রাজ্যের তিন বিধানসভার উপনির্বাচনে দলের বিপুল জয়ে বিজয়োৎসব হল হাওড়াতেও। রবিবার সকালে বেলুড়ের প্রাক্তন কাউন্সিলার পল্টু বণিকের উদ্যোগে এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা সবুজ রসগোল্লা এবং আবির নিয়ে উৎসবে মেতে ওঠেন। আবির মাখানো হয় পথচলতি মানুষকেও। তাদের মিষ্টিমুখ করানো হয়। তৃণমূল কর্মী সমর্থকরা এদিন সাধারণ মানুষকে মিষ্টি খাওয়ানোর সঙ্গে সঙ্গে ডেঙ্গু সচেতনতা, প্লাস্টিক বর্জন, ময়লা-আবর্জনা যেখানে সেখানে না ফেলা সেই সম্পর্কে সচেতন করেন। এদিন পোস্টার ব্যানার নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়।