হুগলি,২৮ নভেম্বর:- বৃহস্পতিবার রিষড়া থানার পুলিশ বেআইনি অস্ত্র সমেত ভাস্কর শীল নামে এক বিজেপি কর্মী কে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে একটি ৭এম এম পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। ধৃতের বাড়ি রিষড়া থানার লক্ষ্মী পল্লীতে । এদিন লক্ষ্মী পল্লীর বিজেপি কার্্য্যালয়ের সামনে থেকে ভাস্কর কে গ্রেপ্তার করা হয়।তিনি একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তা রক্ষীর কাজ করে। এছারা তিনি বিজেপির রিষড়া মন্ডলের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট। এদিন বিজেপি কর্মী কে গ্রেপ্তারের পর জেলায় আলোড়ন ছড়িয়ে পড়ে।বিজেপি কর্মী আগ্নেয়াস্ত্র সমতের গ্রেপ্তারের ঘটনায় রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজয় সাগর মিশ্র বলেন, লোকসভা ভোটের পরেই বিজেপি নানা ভাবে বিভিন্ন এলাকায় সন্ত্রাস করছে । এলাকার মানুষ বিজেপির নেতা কর্মীদের ব্যবহারে আতঙ্কিত হয়ে পড়েছে। এটাই বিজেপির কালচার। যদিও বিজেপির শ্রীরামপুর মন্ডলীর সভাপতি শ্যামল বসু বলেন, আমি ঝাড়খন্ডে রয়েছি। আমি গোটা বিষয়টা খোঁজ নিয়ে বলব।যদিও দলের একাংশের অনুমান বিজেপির মধ্যে এখন সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়া চলছে । ভাস্করের দলে ভালো পদ পাওয়ার সম্ববনা তৈরি হয়েছিল। সেই কারনে দলীয় কোন্দলের শিকার হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। রিষড়া থানার তদন্তকারী অফিসার জানিয়েছেন আগ্নেয়াস্ত্র সমেত একজন কে গ্রেপ্তার করা হয়েছে । শুক্রবার ধৃত কে শ্রীরামপুর আদালতে হাজির করা হবে।
Related Articles
অবিশ্বাস্ব জলোচ্ছ্বাস দিঘায়।
দিঘা, ২০ আগস্ট:- অবিশ্বাস্ব জলোচ্ছ্বাস। দিঘা সমূদ্রে এমন জ্বলোচ্ছ্বাস বহুদিন কেউ প্রত্যক্ষ করেছেন কিনা মনে করতে পারছেন না। অমাবস্যা কোটালে বৃহস্পতিবার দিঘা সমূদ্রের যে চেহারার দেখা মিলেছে তা এক কথায় ভয়ানক, শিউরে ওঠার মতোই। এদিন সকালে দিঘার সমূদ্র তটে গিয়ে দেখা যায়, গোটা গার্ডওয়ালটাই জলে ডুবে গিয়েছে। সমূদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে বাজারের ওপর। লকডাউনের […]
টিকাকরনের নতুন নির্দেশিকা তৈরিতে স্বাস্থ্যদপ্তর আজ বসতে চলেছে উচ্চ পর্যায়ের বৈঠকে।
কলকাতা, ২৮ জুন:- কসবা ভুয়ো টিকাকরণ কাণ্ডের জেরে রাজ্য সরকার বেসরকারি অস্থায়ী টিকাকরণ শিবির আয়োজন করার জন্য নতুন নীতির নির্দেশিকা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এই নীতি নির্দেশিকা তৈরীর জন্য রাজ্যের স্বাস্থ্য দপ্তর আজ উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে। ওই নীতি নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত সমস্ত ধরনের বেসরকারি অস্থায়ী টিকাকরণ শিবির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া […]
মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের কারণ জানতে চেয়ে এয়ারপর্ট অথরিটিকে চিঠি রাজ্যের।
কলকাতা, ৫ মার্চ:- রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিমান বিভ্রাটের কারণ জানতে চেয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কে চিঠি দিয়েছে। আজ মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর লেখা চিঠিতে গতকাল সেখানে আসলে কি হয়েছিল তা জানতে চেয়ে রিপোর্ট চাওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। বারানসি থেকে মুখ্যমন্ত্রী যখন রাজ্য সরকারের ভাড়া করা বিমানে ফিরছিলেন তখন তা কোন […]







