এই মুহূর্তে রাজ্য

কোচবিহার মেডিক্যাল কলেজে ও হাসপাতাল পরিদর্শন করলেন দিল্লির এমসিআই-এর তিনজনের প্রতিনিধিদল

কোচবিহার,২৭ নভেম্বর:- কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্তর পরিদর্শন করলেন মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার এক প্রতিনিধি দল। বুধবার ওই দলটি জেলা হাসপাতালের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এমজেএন হাসপাতাল মেডিক্যাল কলেজে উত্তীর্ণ হওয়ার পর এই প্রথমবার এমসিআই পরিদর্শন করল এই হাসপাতালটি। এদিন কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে আসেন দিল্লি থেকে তিন প্রতিনিধি দল। তারা হলেন শৈলেশ কুমার নাগর (বরোদা মেডিক্যাল কলেজ) সন্তোশ এস ভি (হাসান মেডিকেল কলেজ কর্ণাটক) রমা রমন মহান্তি। এদিন পরিদর্শন করতে এসে কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সম্বন্ধে সন্তোষ প্রকাশ করেছেন এমসিআই প্রতিনিধিদলটি। যদিও ওই দলের এক প্রতিনিধি জানিয়েছেন, হাসপাতালের পরিকাঠামোগত কিছুটা সমস্যা থাকলেও সার্বিকভাবে ঠিকই আছে। মেডিক্যাল কলেজের এখনো ছাত্রবাস তৈরি হয়নি একথাও জানিয়েছেন। কলেজের নতুন ভবন তৈরির কাজও অসম্পূর্ণ আছে।এমএসভিপি ডক্টর রাজিব প্রসাদ বলেছেন “এমসিআই প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শন করেছেন। তাঁদের রিপোর্ট অনুযায়ী যদি হাসপাতালের কোন সমস্যা থাকে তাহলে তা আমরা সংশোধন করে নেব”। ওই দলের এক প্রতিনিধি জানিয়েছেন হাসপাতালের যে সব সমস্যা আছে তা তিনি উদ্বর্তন কর্তৃপক্ষকে জানাবেন যাতে দ্রুত সমাধন করা হয়।