মালদা,২৭ নভেম্বর:- মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তে সর্তকতা জারি করল সীমান্তরক্ষী বাহিনী। মালদহ জেলার পার্শ্ববর্তী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাংলাদেশের তিন কুখ্যাত জেএমবি জঙ্গিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে সে দেশের চাঁপাইনবাবগঞ্জ আদালত। পাশাপাশি অপর এক জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মূল অভিযুক্ত জেএমবি জঙ্গি সানোয়ার আলি পলাতক। বাংলাদেশ পুলিশের আশঙ্কা, সীমান্ত পেরিয়ে সানোয়ার ভারতের মালদহে ঢুকে পড়তে পারে।সাজা ঘোষণা হওয়ার পর এই পলাতক জঙ্গিকে খুঁজে বের করতে বাংলাদেশ জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেখানকার পুলিশ। সীমান্ত পার হয়ে সানোয়ার যাতে ভারতে প্রবেশ করতে না পারে সে জন্য বাংলাদেশ বর্ডার গার্ডকে সতর্ক করেছে সে দেশের সরকার। বাংলাদেশ ইতিমধ্যেই সীমান্ত জুড়ে লাল সর্তকতা জারি করেছে। পাশাপাশি ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীকেও সর্তকবার্তা পাঠানো হয়েছে বাংলাদেশর পক্ষ থেকে। পলাতক সানোয়ার যাতে কোনভাবেই সীমান্ত টপকে ভারতে প্রবেশ করতে না পারে সে জন্য বিএসএফও সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে। সীমান্ত সতর্কতাও জারি করেছে বিএসএফ।