এই মুহূর্তে জেলা

হলদিয়ায় পিঁয়াজ দোকান চুরি।

হলদিয়া,২৬ নভেম্বর:- গতকাল ভোর রাতে হলদিয়ার সুতাহাটা থানার বাড়বাসুদেব পুর(সাহু বাজার)-এ একটি পিঁয়াজ দোকানে চুরি হয়,
দোকানদার অক্ষয় দাস জানান প্রতি দিনের মত এদিন রাত ১০ টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফিরি, সকাল পাশের দোকানদের ফোন পেয়ে জানতে পারি চুরির ঘটনা প্রায় ৫০০০০(পঞ্চাশ হাজার) টাকার পিঁয়াজ,আদা,রুসুন চুরি হয়।
দোকেনে এসে দেখি তালা ভাঙা,দোকানের ভেতরে আলু পিঁয়াজ ছড়ানো।