হাওড়া, ৮ জুন:- বালির বিধায়ক বৈশালী ডালমিয়ার আবেদনে সাড়া দিয়ে এবার এগিয়ে এল ওই এলাকার একাধিক ইংরেজি মাধ্যম স্কুল। লকডাউনের সময় এপ্রিল, মে ও জুন এই তিন মাসের স্কুলের ফি তারা মকুবের সিদ্ধান্ত নিয়েছে। স্কুলগুলির এই মানবিক সিদ্ধান্তে খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। লকডাউনের সময় অনেকেই কার্যত কর্মহীন অবস্থায় ছিলেন। বিশেষত দিন আনা দিন খাওয়া, দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা, ব্যবসায়ী, বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা থেকে শুরু করে সাধারণ মানুষের এই সময়টা রোজগার বলতে কিছুই ছিলনা। অর্থের সঙ্কটে পড়েছিলেন বহু মানুষ। তাই সকলের সমস্যার কথা ভেবে বৈশালীদেবী ইংরেজি মাধ্যম স্কুলগুলির কাছে আবেদন করেছিলেন যাতে মানবিকতার সঙ্গে এই তিনমাসের স্কুল ফি মকুব করা হয়। সেই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এসেছে স্কুলগুলি। স্কুলের বক্তব্য, বিধায়কের অনুরোধ মেনেই তাঁরা মানবিক দৃষ্টিভঙ্গিতে এগিয়ে এসে এপ্রিল, মে ও জুন এই তিন মাসের স্কুল ফি মকুব করেছেন। এই এলাকায় অনেক গরিব পরিবার আছে। যাদের ছেলেমেয়েরা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। তাদের সমস্যার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Related Articles
ভোটে জিতে মানুষের চাহিদা পূরণ করার চেষ্টা করব। নমিনেশন দিয়ে বললেন ঝিন্দন।
হাওড়া, ১৪ জুন:- হাওড়ার বাগনানের খালোর অঞ্চলের ৯৫ নং বুথের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে বুধবার তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিলেন ২৩ বছরের ঝিন্দন প্রধান। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং বাগনানের বিধায়ক রাজা সেনের ঐকান্তিক ইচ্ছায় তিনি প্রার্থী হয়েছেন। তার এটা স্বপ্ন ছিল যে রাজনীতির ময়দানে নেমে মানুষের জন্য কিছু কাজ করার। সেই সাহায্য তিনি […]
সকালেই বন্দুকের গুলির শব্দে কেঁপে উঠল মল্লভূম বিষ্ণুপুর।
বাঁকুড়া , ১ আগস্ট:- মন্দির নগরী বিষ্ণুপুর ঐতিহ্যময়ী বিষ্ণুপুর । মন্দিরের গায়ে আঁকা আছে বিষ্ণুপুরের ঐতিহ্য । মন্দির নগরী বিষ্ণুপুর মল্ল রাজাদের রাজধানী হিসেবে বিখ্যাত গোটা বিশ্ব জুড়ে । বিষ্ণুপুর সকালেই কেঁপে ওঠে গুলির আওয়াজে । ঘটনাটি ঘটে বিষ্ণুপুরের রাজদরবার এলাকার ঘটনা । রাজ পরিবারের সদস্যের মৃত্যুর খবরে জেরে সারা বিষ্ণুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । […]
ডেঙ্গু পরিস্থিতির ওপর নজরদারি চালাতে পাঁচটি বিশেষ পরিদর্শক দল গঠন করলো রাজ্য।
কলকাতা, ১০ সেপ্টেম্বর:- গোটা রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি ও সরকারি চিকিত্সা পরিকাঠামোর ওপর নজরদারি চালাতে রাজ্যের স্বাস্থ্য দফতর পাঁচটি বিশেষ পরিদর্শক দল গঠন করেছে। স্বাস্থ্য কর্তা, চিকিৎসক, অধ্যাপক, শিশুরোগ বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং নার্সিং কর্মীদের নিয়ে গঠিত এই দলগুলি ডেঙ্গু প্রবণ এলাকাগুলিতে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন। নজরদারি দলের সদস্যরা শহর ও জেলায় বিভিন্ন হাসপাতালেও পরিদর্শন […]