হাওড়া, ৮ জুন:- বালির বিধায়ক বৈশালী ডালমিয়ার আবেদনে সাড়া দিয়ে এবার এগিয়ে এল ওই এলাকার একাধিক ইংরেজি মাধ্যম স্কুল। লকডাউনের সময় এপ্রিল, মে ও জুন এই তিন মাসের স্কুলের ফি তারা মকুবের সিদ্ধান্ত নিয়েছে। স্কুলগুলির এই মানবিক সিদ্ধান্তে খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। লকডাউনের সময় অনেকেই কার্যত কর্মহীন অবস্থায় ছিলেন। বিশেষত দিন আনা দিন খাওয়া, দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা, ব্যবসায়ী, বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা থেকে শুরু করে সাধারণ মানুষের এই সময়টা রোজগার বলতে কিছুই ছিলনা। অর্থের সঙ্কটে পড়েছিলেন বহু মানুষ। তাই সকলের সমস্যার কথা ভেবে বৈশালীদেবী ইংরেজি মাধ্যম স্কুলগুলির কাছে আবেদন করেছিলেন যাতে মানবিকতার সঙ্গে এই তিনমাসের স্কুল ফি মকুব করা হয়। সেই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এসেছে স্কুলগুলি। স্কুলের বক্তব্য, বিধায়কের অনুরোধ মেনেই তাঁরা মানবিক দৃষ্টিভঙ্গিতে এগিয়ে এসে এপ্রিল, মে ও জুন এই তিন মাসের স্কুল ফি মকুব করেছেন। এই এলাকায় অনেক গরিব পরিবার আছে। যাদের ছেলেমেয়েরা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। তাদের সমস্যার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Related Articles
বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজনৈতিক নাটক বন্ধের আশঙ্কা ঋতব্রতর।
কলকাতা , ৫ এপ্রিল:- বর্তমানে চর্চার কেন্দ্রে থাকা নাটক “দেশের নামে” নিয়ে খবর সোজাসাপটায় একান্ত সাক্ষাৎকার দিলের সেই নাটকের নির্দেশক ও অভিনেতা ঋতব্রত মুখার্জী। নাটক প্রসঙ্গে তিনি বলেন, এই নাটকে বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাধারন মানুষের অভিযোগ গুলোই নাটকে ফুটিয়ে তুলেছেন তারা। তিনি মনে করেন, ছাত্রসমাজকেই এই বিষয়ে এগিয়ে আসা উচিৎ, সেজন্যই তার দল ইউনিভার্সিটি […]
ভুপালের স্মৃতি উস্কে দিয়ে ভাইজ্যাকে বিষাক্ত গ্যাস লিক করে মৃত ১১, অসুস্থ কয়েক হাজার।
সোজাসাপটা ডেস্ক,৭ মে:- বৃহস্পতিবার ভাইজ্যাকে এক প্লাস্টিক কারখানায় বিষাক্ত স্টাইরিন গ্যাস লিক করে মারা গিয়েছেন কমপক্ষে ১১ জন, অসুস্থ হয়ে পড়েছেন কয়েক হাজার । বিষাক্ত গ্যাস লিক করে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে । উদ্ধার কার্য চালাচ্ছে দমকল ও বিপর্যয় মোকাবিলা দল। অসুস্থদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।১১ জন […]
টিকিয়াপাড়া কারশেডেও জল।
হাওড়া, ৬ ডিসেম্বর:- জাওয়াদ এর নিম্নচাপের জেরে দু’দিন ভারী বৃষ্টির ফলে জলমগ্ন হাওড়ার একাধিক ওয়ার্ড। বৃষ্টির জল জমেছে দক্ষিণ-পূর্ব রেলের টিকিয়াপাড়া কারশেডেও। যদিও দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আবহাওয়ার উন্নতি না হলে ফের বৃষ্টি হলে আরও জলমগ্ন হবার আশঙ্কা থাকছে রেললাইনে। Post Views: 270