এই মুহূর্তে খেলাধুলা

পরবর্তী মোহনবাগান সভাপতি কি সুব্রত মুখোপাধ্যায় ?

অঞ্জন চট্টোপাধ্যায়,১৮ ডিসেম্বর:- পরবর্তী বাগান সভাপতি সুব্রত মুখোপাধ্যায় । শুন্য স্থান তৈরী হয়েছে মোহনবাগান সভাপতি গীতা নাথ গঙ্গোপাধ্যায় এর মৃত্যু পর। এবার প্রশ্ন কে পরবর্তী বাগান সভাপতি। সূত্রের খবর রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বসবেন সেই কুর্সিতে। বাগান কর্তারা তেমন ই সিদ্ধান্ত নিয়েছেন। তবে সচিব টুটু বসু দুবাই থেকে ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চুনি গোস্বামী অসুস্থ তাই সুব্রতর অভিজ্ঞতার ওপর এই কর্তা রা আস্থা রাখছেন। যদিও সুব্রতকে জিগ্যেস করা হলে তিনি এই বিষয় এড়িয়ে গিয়ে বলেন, এটা ক্লাব এর বিষয়।  এদিন ক্লাব এ গীতানাথ কে শেষ শ্রদ্ধা জানাতে আসেন সুব্রত মুখোপাধ্যায়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.