হাওড়া, ৫ জুন:- পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে এনে বৃদ্ধকে নৃশংসভাবে খুন। অভিযোগের তীর আরপিএফ কর্মীর বিরুদ্ধে। পাওনা ছিল আট লক্ষ টাকা মিটিয়ে দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে এনে ৭৫ বয়সী এক বৃদ্ধকে মাথা থেঁতলে নৃশংসভাবে খুন করা হল। হাওড়ার শালিমারের ১নম্বর গেটের কাছ থেকে শুক্রবার উদ্ধার হয় বৃদ্ধের দেহ। মৃত ব্যক্তির নাম গুণনিধি সাউ(৭৫) তিনি খিদিরপুর এলাকার বিএনআর এর বাসিন্দা। এই ঘটনার জেরে পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। জানা গেছে, গুণনিধিবাবু কটকের একটি জগন্নাথ মন্দিরের সেবাইত ছিলেন। তিনি অবসর গ্রহণের পর অবসরকালীন প্রাপ্য টাকা সুদে ধার দিতেন। সেই টাকায় মন্দিরের উন্নয়ন করতেন। তিনি বিএনআরে তাঁর পরিচিত আরপিএফ কর্মীকে ৮লক্ষ টাকা ধার দেন। গত কিছুদিন ধরেই তিনি ওই টাকা ফেরত চাইছিলেন।
গত বুধবার সস্ত্রীক ওই আরপিএফ কর্মী গুণনিধিবাবুর বাড়িতে যান। তাকে নিজের শালিমারের কোয়াটার্সে ডাকেন টাকা নেবার জন্যে। তার সেই কথায় বুধবারই শালিমারে আসেন গুণনিধিবাবু। পরিবার গুননিধিবাবুর সঙ্গে যোগাযোগ করতে না পেরে কলকাতায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। হয়। ওই আরপিএফের সঙ্গে গুণনিধিবাবুর পরিবার যোগাযোগ করলে তাঁরা জানান গুণনিধিবাবু চলে গেছেন। শুক্রবার গুণনিধিবাবুর পরিবারের লোকেরা এসে শালিমারে আরপিএফ কর্মীর সঙ্গে যোগাযোগ করলে তার দেখানো জায়গার সিসিটিভি ফুটেজ কথার সঙ্গে না মেলায় তাকে আটক করে শিবপুর থানার পুলিশ। এরপরেই শালিমার এলাকার ১নম্বর গেটের কাছে পাথর দিয়ে থেঁতলানো হাত-পা কাটা অবস্থায় গুণনিধিবাবুর দেহ পাওয়া যায়। শিবপুর থানার পুলিশ ওই আরপিএফ কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।