নবান্ন,হাওড়া,৩ মে:- ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য পুনঃ সৃজনের জন্য রাজ্য সরকার সেখানে ৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জানিয়েছেন আগামী ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে ওই কর্মসূচি শুরু করা হবে। এক মাসের মধ্যে সুন্দরবন এ ৫ কোটি ম্যানগ্রোভ চারা রোপণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি কোলকাতা এবং অন্যান্য জেলাতেও পুরসভা ও পুলিশের উদ্যোগে ঐদিন থেকে বনসৃজন শুরু হবে বলে তিনি জানান। অন্যদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাজ্যের মৎস্যজীবীদের নৌকা মেরামতি ও নতুন জাল কেনার জন্য রাজ্য সরকার অর্থ বরাদ্দ করেছে।
নবান্নে আজ জেলা প্রশাসনের সঙ্গে ঘূর্ণিঝড় ও করনা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করার পর মুখ্যমন্ত্রী জানান সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে অনেক ছোট মাছ ধরার নৌকা ভেঙে গিয়েছে। সেগুলি সারানোর জন্য নৌকা পিছু মৎস্য দপ্তর ১0 হাজার টাকা করে দেবে। 8 হাজার ক্ষতিগ্রস্ত নৌকা মেরামতের জন্য জন্য ১৭ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের মৎস্য দপ্তর 37 হাজার জাল কিনে দেবে। গবাদি পশুপালকদের অর্থ সাহায্য করার জন্য 24 হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অন্যদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত নদীপথ গুলি দ্রুত মেরামতের জন্য মুখ্যমন্ত্রী এদিন আবারও নির্দেশ দেন। 6 জুন ভরা কোটাল এর আগে যত সম্ভব বাঁধ মেরামতির কাজ সেরে ফেলতে তিনি নির্দেশ দিয়েছেন।