হাওড়া,১৭ ডিসেম্বর:- বিজেপি’র ছাত্র সংগঠন এবিভিপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় শতাধিক কর্মী। মঙ্গলবার বিকালে হাওড়ায় তৃণমূলের দলীয় সদর কার্য্যালয়ে বিজেপি’র ছাত্র সংগঠন ছেড়ে আসা কর্মীদের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূলের সদর সভাপতি মন্ত্রী অরূপ রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর আন্দোলনে সামিল হতেই এরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বলে অরূপ রায় জানান। বিজেপি ছেড়ে তৃণমূলে এরা যোগদান করায় হাওড়ায় দলের শক্তি বৃদ্ধি হবে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। অরূপ রায় জানান,
এরা বেলুড়ের লালবাবা কলেজ সহ হাওড়া জেলাতে এবিভিপি-র কর্মী ছিলেন। বাংলার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে এরা আজ থেকে সামিল হলেন। সিএএ এবং এনআরসি-র মধ্য দিয়ে বিজেপি আজকে দেশের সংস্কৃতিকে ভাগ করে দিতে চাইছে। আমরা ভারতবর্ষের নাগরিক। আমাদের সকলেরই এখানে বসবাসের অধিকার রয়েছে। সেই অধিকার এরা কেড়ে নিতে চাইছে। তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছেন। মমতার সততা, মূল্যবোধ, নীতিকে সামনে রেখে এরা আজকে তৃণমূলে যোগদান করেছেন।








