ময়না , ২৮ মে:- গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সংবাদ মাধ্যম। আর সেই সংবাদমাধ্যম এবার আক্রান্ত দুষ্কৃতীদের হাতে। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামহল গ্রামে নিজের আত্মীয় বাড়িতে গিয়েছিলেন রাজ্যের জনপ্রিয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিক জাহাঙ্গীর বাদশা। আর সেখানেই তাকে এবং তার পরিবারকে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয়। সাংবাদিকের গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। ইতিমধ্যে ওই সাংবাদিক স্থানীয় ময়না থানা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন।পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামহল গ্রামে সাংবাদিক জাহাঙ্গীর বাদশা তার পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয় বাড়ি মিলন ভৌমিক এর বাড়িতে গিয়েছিলেন। সমস্ত প্রশাসনিক নিয়ম মেনে এবং করোনা সুরক্ষা নিয়েই তারা ওই গ্রামে প্রবেশ করেছিলেন। এমন সময় ওই গ্রামের এক দুষ্কৃতী চন্দন রাউৎ প্রথমে এসে মোটা লাঠি নিয়ে সাংবাদিককে হুমকি দেন যে, কেনো তিনি আত্মীয় মিলন ভৌমিকের বাড়িতে এসেছেন। অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেয় এবং এখুনি গ্রাম ছেড়ে চলে না গেলে গাড়ি ভেঙে দেওয়ারও কথা বলেন তিনি। এরপর সাংবাদিক ও তার আত্মীয়রা রুখে দাড়ালে সেই মহুর্তে চন্দন রাউৎ হুমকি দিয়ে এলাকা ছেড়ে চলে যায়। প্রায় দশ মিনিট পরে চন্দন রাউৎ আরও ছয়- সাত জনকে সঙ্গে নিয়ে এসে সাংবাদিক সহ তার অাত্মীয়দের ও পরিবারের মহিলাদের মারতে উদ্ধত হয়। এর পাশাপাশি গাড়িতে ভাঙচুর চালায় ও হুমকি দেয়। গ্রাম ছেড়ে না চলে গেলে গাড়িতে বোম্ব মেরে আগুন লাগিয়ে দেওয়া হবে ও প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয়। সাংবাদিক জাহাঙ্গীর বাদশা ময়না থানা ও পূর্ব মেদিনীপুর জেলার পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের জানান। পুলিশ প্রায় ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই ঘটনা স্থলে পৌঁছায়। তখন দুষ্কৃত কারীরা পালিয়ে যায়। এই চন্দন সহ আক্রমণ কারীরা এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত । তবে তমলুক বিজেপি সাংগঠনিক জেলার সহ সভাপতি আশীষ মণ্ডল জানিয়েছেন ওই দুষ্কৃত কারীরা বিজেপি দলের কেউ না। বিজেপি দলের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। আসিস বাবু বলেন আক্রান্ত সাংবাদিক তিনি আইন মোতাবেক কোনো বেবস্থা নিলে বিজেপি দল কোনো ভাবেই হস্তক্ষেপ করবে না। ইতিমধ্যেই সাংবাদিক জাহাঙ্গীর বাদশা ময়না থানা তে লিখিত অভিযোগ করেছেন। সাংবাদিক জাহাঙ্গীর বাদশার উপরে আক্রমণের ঘটনায় বিভিন্ন স্তর থেকে নিন্দার ঝড় উঠেছে। ময়না থানার পুলিশ দুষ্কৃতি দের খোঁজে তল্লাশি শুরু করেছে।
Related Articles
দ্বান্দ্বিক নাট্যোৎসব চলছে হাওড়ায়।
হাওড়া,৫ জানুয়ারি:- নাট্যপ্রেমীদের জন্য সুখবর। শনিবার থেকে হাওড়ায় শুরু হয়েছে দ্বান্দ্বিক-র নাট্যোৎসব। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এবার ২২তম দ্বান্দ্বিক নাট্যোৎসব-এর সূচনা করেন শঙ্কর সান্যাল। উপস্থিত ছিলেন দেবব্রত চট্টরাজ, প্রমথ ঠাকুর, জয়ন্ত সিংহ, তন্দ্রা বসু, শোভন বেরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতি বছরের মতো এবছরেও হাওড়ার রামরাজাতলার বাণী নিকেতন হলে একগুচ্ছ ভিন্ন স্বাদের নাটক মঞ্চস্থ হচ্ছে। দ্বান্দ্বিক […]
স্বপ্নপূরণ উত্তর দমদম বাসীর।
রিংকা পাত্র , ১১ ফেব্রুয়ারি:- রাজ্য দমকল দপ্তরের মুকুট’এর নতুন পালক উত্তর দমদম পুরো এলাকায় অগ্নিনির্বাপণ কেন্দ্র, দীর্ঘদিন ধরেই উত্তর দমদম পূরবাসীর স্বপ্ন ছিল, উত্তর দমদম পুরো এলাকায় অগ্নিনির্বাপণ কেন্দ্র গড়ে তুলুক রাজ্য সরকার, আজ সেই স্বপ্নপূরণ করলেন রাজ্য সরকারের অগ্নিনির্বাপণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসু। এদিন বিকেল পাঁচটায় বিরাটি যশোর রোডের কাছেকাঠা জায়গার ওপর […]
নির্বাচন পরবর্তী হিংসাকে লঘু করে না দেখতে জেলা প্রশাসনকে নির্দেশ রাজ্যের।
কলকাতা,৪ জুলাই:- আদালতের নির্দেশ মেনে রাজ্যে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের কোন ঘটনাকে যেন লঘু করে না দেখা হয় রাজ্য সরকার জেলা প্রশাসনকে সেই নির্দেশ দিয়েছে। নির্বাচন পরবর্তী সন্ত্রাস নিয়ে কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ শুক্রবার রাজ্যকে প্রতিটি ঘটনার জন্য আলাদাভাবে এফ আই আর দায়ের করার যে নির্দেশ দিয়েছে তার প্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র আজ […]