ময়না , ২৮ মে:- গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সংবাদ মাধ্যম। আর সেই সংবাদমাধ্যম এবার আক্রান্ত দুষ্কৃতীদের হাতে। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামহল গ্রামে নিজের আত্মীয় বাড়িতে গিয়েছিলেন রাজ্যের জনপ্রিয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিক জাহাঙ্গীর বাদশা। আর সেখানেই তাকে এবং তার পরিবারকে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয়। সাংবাদিকের গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। ইতিমধ্যে ওই সাংবাদিক স্থানীয় ময়না থানা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন।পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামহল গ্রামে সাংবাদিক জাহাঙ্গীর বাদশা তার পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয় বাড়ি মিলন ভৌমিক এর বাড়িতে গিয়েছিলেন। সমস্ত প্রশাসনিক নিয়ম মেনে এবং করোনা সুরক্ষা নিয়েই তারা ওই গ্রামে প্রবেশ করেছিলেন। এমন সময় ওই গ্রামের এক দুষ্কৃতী চন্দন রাউৎ প্রথমে এসে মোটা লাঠি নিয়ে সাংবাদিককে হুমকি দেন যে, কেনো তিনি আত্মীয় মিলন ভৌমিকের বাড়িতে এসেছেন। অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেয় এবং এখুনি গ্রাম ছেড়ে চলে না গেলে গাড়ি ভেঙে দেওয়ারও কথা বলেন তিনি। এরপর সাংবাদিক ও তার আত্মীয়রা রুখে দাড়ালে সেই মহুর্তে চন্দন রাউৎ হুমকি দিয়ে এলাকা ছেড়ে চলে যায়। প্রায় দশ মিনিট পরে চন্দন রাউৎ আরও ছয়- সাত জনকে সঙ্গে নিয়ে এসে সাংবাদিক সহ তার অাত্মীয়দের ও পরিবারের মহিলাদের মারতে উদ্ধত হয়। এর পাশাপাশি গাড়িতে ভাঙচুর চালায় ও হুমকি দেয়। গ্রাম ছেড়ে না চলে গেলে গাড়িতে বোম্ব মেরে আগুন লাগিয়ে দেওয়া হবে ও প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয়। সাংবাদিক জাহাঙ্গীর বাদশা ময়না থানা ও পূর্ব মেদিনীপুর জেলার পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের জানান। পুলিশ প্রায় ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই ঘটনা স্থলে পৌঁছায়। তখন দুষ্কৃত কারীরা পালিয়ে যায়। এই চন্দন সহ আক্রমণ কারীরা এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত । তবে তমলুক বিজেপি সাংগঠনিক জেলার সহ সভাপতি আশীষ মণ্ডল জানিয়েছেন ওই দুষ্কৃত কারীরা বিজেপি দলের কেউ না। বিজেপি দলের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। আসিস বাবু বলেন আক্রান্ত সাংবাদিক তিনি আইন মোতাবেক কোনো বেবস্থা নিলে বিজেপি দল কোনো ভাবেই হস্তক্ষেপ করবে না। ইতিমধ্যেই সাংবাদিক জাহাঙ্গীর বাদশা ময়না থানা তে লিখিত অভিযোগ করেছেন। সাংবাদিক জাহাঙ্গীর বাদশার উপরে আক্রমণের ঘটনায় বিভিন্ন স্তর থেকে নিন্দার ঝড় উঠেছে। ময়না থানার পুলিশ দুষ্কৃতি দের খোঁজে তল্লাশি শুরু করেছে।
Related Articles
খেলা হবে স্লোগান রাজ্য ছাড়িয়ে ভিনরাজ্যেও জনপ্রিয়তা পেয়েছে , আগামীদিনে আরো খেলা বাকি আছে – মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২ আগস্ট:- খেলা হবে স্লোগানকে সামনে রেখে তার দল তৃণমূল কংগ্রেস আগামী দিনে সর্বভারতীয় রাজনীতির ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইঙ্গিত দিয়েছেন। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ খেলা হবে দিবসের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন বিধানসভা নির্বাচনে তার দলের স্লোগান খেলা হবে ইতমধ্যেই তেই অন্যান্য রাজ্যে জনপ্রিয়তা পেয়েছে। সংসদেও খেলা […]
২-এ ২, জিতেই চলেছেন জননেতা শুভেন্দু অধিকারী
ঋসভ,২৮ নভেম্বর:- ক্রমশই যেন বঙ্গ রাজনীতিতে জননেতা হয়ে উঠছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী । রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলের পর উচ্ছাসে ভাসছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা । স্বস্তিতে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃপ্তি পাচ্ছেন শুভেন্দু অধিকারী । লোকসভায় ভরাডুবির পর উপনির্বাচনে গুরুত্বপূর্ণ দুই কেন্দ্র কালিয়াগঞ্জ ও খড়গপুর সদর কেন্দ্রের দায়িত্ব বিশ্বস্ত সেনাপতি শুভেন্দু অধিকারীকেই দিয়েছিলেন তৃণমূল […]
পরপর হাওড়ায় নবজাতকের দেহ উদ্ধারের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন।
হাওড়া, ২৫ আগস্ট:- এবার উদ্ধার সদ্যোজাত শিশু কন্যার দেহ। চাঞ্চল্য হাওড়ার শিবপুরে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার হলো সদ্যোজাত এক শিশু কন্যার দেহ। চাঞ্চল্য হাওড়ার শিবপুরে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কাউস ঘাট রোডের একটি ড্রেনের ধারে মৃত অবস্থায় তার দেহ পড়ে থাকতে দেখা যায়। শিবপুর থানার পুলিশ তা উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে। পুলিশ সূত্রের খবর, […]