এই মুহূর্তে খেলাধুলা

আবারও টিম ইন্ডিয়ার জার্সিতে কামব্যাক করতে চান ভাজ্জি।

 

স্পোর্টস ডেস্ক,২৬ মে:- আবারও দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে ২২ গজে বল ঘোরাতে চান হরভজন সিং। টিম ইন্ডিয়ার জার্সি গায়ে তুলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে জল্পনা উসকে দিলেন ভাজ্জি। আই পি এল খেললেও , প্রায় বেশ কয়েক বছরই হল ভারতীয় দল থেকে দূরে এই তারকা স্পিনার। তবে এবার ফিরলে টেস্ট বা ওয়ানডে-তে নয়। তিনি মনে করেন টি-২০ তে এখনও যে কোনও ব্যাটসম্যানকে বেগ দিতে পারেন। আইপিএল-ও খেলছেন তিনি। তাই দেশের জার্সিতে  টি ২০-তে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন হরভজন। তিনি বলছেন, “আমি খেলতে তৈরি। আইপিএল-এ যদি আমি ভাল বল করতে পারি, তা হলে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে কেন পারব না?’’ টুর্নামেন্ট হিসেবে আইপিএল খুবই কঠিন।ভাজ্জি বলেন“আইপিএল-এর মতো কঠিন টুর্নামেন্ট হয় না। বিশেষ করে বোলারদের জন্য খুবই কঠিন। মাঠ ছোট। বিশ্বের সেরা সব ক্রিকেটার রা খেলেন আইপিএল-এ। ওদের বিরুদ্ধে বল করা খুবই চ্যালেঞ্জিং। আইপিএল-এ যদি ভাল বল করতে পারি, তা হলে দেশের হয়েও খেলতে পারব। আমি তো আইপিএল-এ পাওয়ার প্লে এবং মাঝের ওভারগুলোয় বল করেছি। উইকেটও পেয়েছি।’’ শেষবার ভাজ্জিকে ২০১৬ সালে এশিয়া কাপে দেশের জার্সিতে দেখা গিয়েছে। টি ২০ বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও একটা ম্যাচও খেলেননি তিনি। তার পরেই দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল হরভজনকে। আইপিএল খেললেও বর্তমানে ধারাভাষ্যকার হয়ে গিয়েছেন তিনি। এবার আবারও বিরাটের দলে কামব্যাক করার স্বপ্ন দেখেন ভাজ্জি। টিম ম্যানেজমেন্ট তাঁর প্রস্তাব কতটা গ্রহণ করে এখন সেটাই দেখার ।

There is no slider selected or the slider was deleted.