স্পোর্টস ডেস্ক,২৬ মে:- সালটা ছিল ১৯৯৫ সালের ২৪ মে। আর এই দিনেই অঞ্জলির সঙ্গে চারহাত এক করে বিবাহিত জীবনে পথচলা শুরু করেছিলেন ক্রিকেট ঈশ্বর শচীন রমেশ তেন্ডুলকর। দেখতে দেখতে ২৫ বছরের বিবাহিত জীবনে পা দিলেন মাস্টার ব্লাস্টার। তবে এ বছর লকডাউনের কারণে ২৫ তম বিবাহ বার্ষিকীতে আড়ম্বরপূর্ণ ভাবে সেলিব্রেশন করেন নি শচীন। কিন্তু এবারের বিবাহবার্ষিকীতে স্ত্রী অঞ্জলিকে নিজের হাতে বানিয়ে বিশেষ উপহার তুলে দিলেন শচীন। আর যে পদ উপহার দিলেন তা নিঃসন্দেহে দারুণ ‘সুস্বাদু’। লকডাউনের আবহে ফের রাঁধুনির ভূমিকায় ধরা দিলেন ক্রিকেট ঈশ্বর। নতুন একটি খাবারের পদ বানাতে বেছে নিয়েছিলেন এই বিশেষ দিনটিকেই। গরমে লোভনীয়,জিভে জল আনা পাকা আমের কুলফি বানালেন তিনি। একেবারে নিজের হাতে। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে অন্যদের শিখিয়েও দিলেন ম্যাঙ্গো কুলফি বানানোর পদ্ধতি। ভিডিওতে শচীন বলেন, “আজ ২৫ তম বিবাহ বার্ষিকীতে পরিবারকে সারপ্রাইজ দেব। ম্যাঙ্গো কুলফি বানিয়ে খাওয়াব সবাইকে।” কুলফি বানানোর পদ্ধতি দেখে বেশ বোঝা যায়, তা আনকোড়া হাতের কামাল নয়। লিটল মাস্টার এসবে ভালই পারদর্শী। সে কুলফি খেয়ে অবশ্য অঞ্জলি এবং পরিবারের বাকি সদস্যদের কী প্রতিক্রিয়া, তা জানা যায়নি। লকডাউনের মধ্যে ছেলে-মেয়ে ও স্ত্রীর সঙ্গে বাড়িতেই সময় কাটাচ্ছেন শচীন। নিজেই নিজের চুল কেটে নিউ হেয়ার স্টাইলে কখনও ছবি পোস্ট করছেন, আবার কখনও নাপিতের ভূমিকায় ছেলে অর্জুনের চুল কেটে দিচ্ছেন শচীন। উল্লেখ্য এর আগে গতমাসে ২৪ এপ্রিল জন্মদিন ছিল মাস্টার ব্লাস্টারের। তবে দেশে ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য এবার নিজের বার্থ ডে-ও সে ভাবে সেলিব্রেশন করেন নি তেন্ডুলকর।
Related Articles
উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশনে আধার।
কলকাতা, ৬ জুলাই:- উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশনেও এবার আধার নম্বর বাধ্যতামূলক করা হল। এক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, আধার নম্বর ছাড়া আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসা যাবে না। উচ্চশিক্ষা সংসদের সচিব তাপস মুখোপাধ্যায়ের জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই সব ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই নিয়ম চালু করা হচ্ছে। চলতি বছরের ১৬ই অগাস্ট থেকে […]
সাধন পান্ডের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার হাফ ছুটি ঘোষণা রাজ্যের।
কলকাতা, ২০ ফেব্রুয়ারি:- প্রয়াত ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার হাফছুটি ঘোষণা করল রাজ্য সরকার। অর্থ দফতরের বিজ্ঞপ্তি দিয়ে ‘হাফছুটি’র কথা ঘোষণা করে। সমস্ত সরকারি অফিস, স্কুল, পুরসভা, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল আগামীকাল দুপুর দুটো থেকে বন্ধ থাকবে। এদিন সকালে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা যান রাজ্যের ক্রেতা ও সুরক্ষা মন্ত্রী। দীর্ঘদিন ধরে […]
দিল্লির সাম্প্রতিক হিংসার ঘটনা পরিকল্পিত গণহত্যা দাবি মমতার।
কলকাতা,২ মার্চ:- আগামী দিনে দলের জনভিত্তিকে আরও মজবুত করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী নেতা কর্মীাদের আরও নম্র ও বিনয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মিসভায় আজ তিনি গত লোকসভা নির্বাচনে দলের খারাপ ফল হওয়ার জন্য কর্মীদের একাংশের ঔদ্ধত্য এবং পারষ্পরিক কোন্দলকেই দায়ী করেন। অহঙ্কার ত্যাগ করে মানুষের সঙ্গে ভাল ব্যবহার করতে এবং […]








