হাওড়া,১৬ ডিসেম্বর:- নাগরিকত্ব আইনের প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার ডোমজুড় এলাকা। সোমবার বিকেলে বিক্ষোভকারীরা বাস, লরি ভাঙচুর করে। অবরোধ করে জাতীয় সড়ক। ছোঁড়ে ইঁট, বোমাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। নাগরিকত্ব আইনের প্রতিবাদে এদিন বিকেলে বাঁকড়া থেকে এলাকার বাসিন্দারা একটি মিছিল বের করে। বাঁকড়া কবরডাঙার কাছে মিছিল এলে সেই মিছিলের কয়েকজন দোকান লক্ষ্য করে ঢিল ছোড়ে। পরে তারা ৬নং জাতীয় সড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা সেই অবরোধ হয়।
সেই সময় একটি বাস একটি লরি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের না আসায় আনা হয় র্যাফ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এরপর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে আবারও তারা দফায়-দফায় সেখানে এসে জড়ো হয়। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী এবং র্যাফ। তাদের লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইট ছুঁড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। ঘটনাস্থলে একই ইস্যু নিয়ে একটি নাগরিকত্ব আইন বিরোধী একটি মঞ্চ থেকে বারবার সংযত থাকতে বলা হয়। কিন্তু তারা সংযত তো হয়নি, উপরন্তু পুলিশকে উদ্দেশ্য করে ছুটতে থাকে ইট-পাটকেল, বোমা ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। ছোড়ে রবার বুলেটও। এরপর কয়েক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের ডিসি অজিত সিং যাদব সহ পদস্থ পুলিশ কর্তারা।Related Articles
ভোটদাতাদের ভোটদানে উৎসাহিত করতে কমিশন রাজপথে নামালো সুসজ্জিত ট্রাম।
কলকাতা , ৫ এপ্রিল:- শহরের ভোটদাতাদের সচেতনতা বাড়াতে এবং তাদের ভোটদানে উৎসাহিত করতে নির্বাচন কমিশন দুটি সুসজ্জিত ট্রাম পথে নামিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে এই ট্রাম দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন,যার একটি উত্তর কলকাতা এবং অন্যটি দক্ষিণ কলকাতার বিভিন্ন বিধানসভা এলাকায় ভোটারদের মধ্যে সচেতনতা প্রচার করবে। উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য […]
ছট পুজোর ভোরে বিধ্বংসী আগুন হাওড়ায়।
হাওড়া, ২০ নভেম্বর:- ছট পুজোর ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো হাওড়া শিবপুরের ফোরশোর রোডের বিজয় জুটমিলে। ভোরে মিলের ভিতর থেকে দাউ দাউ করে আগুন ও ধোঁয়া দেখতে পান সেখানকার কর্মীরা। প্রথমে তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন নেভানোর কাজ চলছে। এখন আগুন প্রায় নিয়ন্ত্রণে। তবে পাটের গোডাউনে […]
ঘূর্ণিঝড় গুলাবের আগাম সতর্কতায় ভিডিও কনফারেন্সে জরুরি বৈঠক চন্দননগর পুলিশ কমিশনারের।
সুদীপ দাস, ২৬ সেপ্টেম্বর:- ঘুর্ণিঝড় “গুলাব” ও জোড়া নিন্মচাপের জেরে রেড অ্যালার্ট জারি হয়েছে কলকাতা সহ দক্ষিনবঙ্গের বেশ কয়েকটি জেলায়। প্রাকৃতির রক্তচক্ষু কোপে হুগলীও পরতে পারে তা ধরে নিয়েই চন্দননগর কমিশনারেট এলাকার সমস্ত থানার আধিকারিক ও পৌর কর্তৃপক্ষদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক করলেন পুলিশ কমিশনার অর্ণব ঘোষ। এদিন চুঁচুড়া কমিশনারের অফিস থেকেই পুলিশ […]