হাওড়া,১৬ ডিসেম্বর:- নাগরিকত্ব আইনের প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার ডোমজুড় এলাকা। সোমবার বিকেলে বিক্ষোভকারীরা বাস, লরি ভাঙচুর করে। অবরোধ করে জাতীয় সড়ক। ছোঁড়ে ইঁট, বোমাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। নাগরিকত্ব আইনের প্রতিবাদে এদিন বিকেলে বাঁকড়া থেকে এলাকার বাসিন্দারা একটি মিছিল বের করে। বাঁকড়া কবরডাঙার কাছে মিছিল এলে সেই মিছিলের কয়েকজন দোকান লক্ষ্য করে ঢিল ছোড়ে। পরে তারা ৬নং জাতীয় সড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা সেই অবরোধ হয়।
সেই সময় একটি বাস একটি লরি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের না আসায় আনা হয় র্যাফ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এরপর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে আবারও তারা দফায়-দফায় সেখানে এসে জড়ো হয়। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী এবং র্যাফ। তাদের লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইট ছুঁড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। ঘটনাস্থলে একই ইস্যু নিয়ে একটি নাগরিকত্ব আইন বিরোধী একটি মঞ্চ থেকে বারবার সংযত থাকতে বলা হয়। কিন্তু তারা সংযত তো হয়নি, উপরন্তু পুলিশকে উদ্দেশ্য করে ছুটতে থাকে ইট-পাটকেল, বোমা ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। ছোড়ে রবার বুলেটও। এরপর কয়েক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের ডিসি অজিত সিং যাদব সহ পদস্থ পুলিশ কর্তারা।Related Articles
২০২১ এর বিধানসভা ভোটের পর ধুপ-ধুনো দিয়ে বিসর্জন দিতে হবে তৃণমূলকে- দিলীপ।
বাঁকুড়া, ৩ নভেম্বর:- আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জনসভা করলেন জয়পুর থানার ময়নাপুর বাজারে। বিজেপি সমর্থকরা দিলীপ ঘোষের বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকেন। একটা বড় অংশ দেখা যায় সংখ্যালঘুদেরও এই সমর্থক হিসেবে। দিলীপ ঘোষ শুরু থেকে শেষ পর্যন্ত চাঁচাছোলা ভাষায় সিপিএম-তৃণমূল এবং পুলিশ প্রশাসনকে চাঁচাছোলা ভাষায় তীব্র আক্রমণ শানান। দিলীপ ঘোষ মঞ্চ […]
থিম বনাম সাবেকি, জমজমাট হাওড়ার পুজো।
হাওড়া, ২৮ সেপ্টেম্বর:- কোথাও পুজোমন্ডপে থিমের ছোঁয়া তো আবার কোথাও পুজোয় সাবেকিয়ানা। কোভিডের বাধা কাটিয়ে জমে উঠেছে হাওড়ার পুজো। হাওড়ার বেলগাছিয়া ছাত্র মিলন সংঘের থিমে এবার পুরীর প্রভু জগন্নাথ ধাম। এই পুজোর প্রধান কর্মকর্তা ভাস্কর ভট্টাচার্য জানান, এবছর তাঁদের পুজোর ২১তম বর্ষ। গত ২০০১ সালে ‘জে’ রোড বেলগাছিয়া ছাত্র মিলন সংঘের এ বছরের নতুন আকর্ষণ […]
“খাদ্য সংকট” মেটাতে গিয়েই হয়তো “সংকট” ডেকে আনলো ভারতীয় জনতা পার্টি।
সুদীপ দাস ,চুঁচুড়া,২৮ মার্চ:- লকডাউনের সময় অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পরা মানুষদের “খাদ্য সংকট” মেটাতে গিয়েই হয়তো “সংকট” ডেকে আনলো ভারতীয় জনতা পার্টি। শনিবার ভারতীয় জনতা পার্টির হুগলি সাংগঠনিক জেলা চুঁচুড়ার হরিজনপল্লি এলাকায় দরিদ্র শ্রেনীর মানুষদের মধ্যে চাল,ডাল, আলু প্রভৃতি খাদ্যসামগ্রী বিতরনের আয়োজন করে। যেখানে উপস্থিত ছিলেন দলের হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী সহ […]






