সুদীপ দাস,১৩ মে:- দিনভর নাটকের পরও কোনভাবেই হুগলীর জেলাশাসকের সাথে সাক্ষাৎ করতে পারলেন না বিজেপির দুই সাংসদ লকেট চ্যাটার্জী ও অর্জুন সিং। প্রসঙ্গত দিনকয়েক ধরে গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে রয়েছে ভদ্রেশ্বরের তেলিনিপাড়া এলাকা। সেবিষয়েই বুধবার হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর হুগলীর জেলাশাসক ওয়াই রত্নাকর রাওয়ের সাথে দেখা করার কথা ছিলো। কথামত সকাল ১১টা নাগাদ চুঁচুড়ায় জেলাশাসক দপ্তরের সামনে উপস্থিত হন সাংসদ অর্জুন সিং। সেখানে এসে তিনি জানতে পারেন ডিএম নয় এ ডিএমের সাথে তিনি দেখা করতে পারেন। এরপরই বেঁকে বসেন সাংসদ। তিনি সটান ডিএম অফিসের সামনেই ফুটপাথে বসে পরেন। তাঁর পাশে বসেন বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপাঞ্জন গুহ, দলের হুগলী সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী সহ দলীয় নেতা কর্মীরা। তখন গোটা ডিএম চত্ত্বরে টানটান উত্তেজনা। মাঝেমাঝেই গেটে থাকা পুলিশ কর্মীদের কাছে ডিএমের সাথে একবার দেখা করার আবেদন এলেও কোন সাড়া মেলেনি। অর্জুন সিং এখান থেকেই জেলাশাসককে চ্যালেঞ্জ করে বলেন আজ উনি কেনো দেখা করলেন না সে বিষয়ে ওনাকে সংসদের বিশেষ কমিটির কাছে জবাব দিতে হবে।
পাশাপাশি আজ থেকে চন্দননগর ও শ্রীরামপুর মহকুমা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা নিয়েও রাজ্য সরকারকে একহাত নেন অর্জুন বাবু। এরপর দুপুর সাড়ে ১২টা নাগাদ হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী সেখানে এসে অর্জুন সিং-এর পাশে বসে পরেন। বেশ কিছুক্ষন বসে থাকার পর গেটের পুলিশ কর্মীদের সাথে কথা বলে দুই সাংসদ ঢুকে পরেন ডিএম অফিসে। কিন্তু সেখানেও প্রথমে একতলা এবং পরে দোতলায় চলে একপ্রস্থ নাটক। সবশেষে ডিএমের সাথে দেখা না হওয়ায় তাঁরা তেলিনিপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথে মানকুন্ডু জ্যোতির মোড়ে তাঁদের পথ আটকায় পুলিশ বিশাল পুলিশ বাহিনি। উপস্থিত ছিলেন এসিপি হেডকোয়ার্টার গোলাম সারওয়ার। সেখানে পুলিশের সাথে বেশকিছুক্ষন বচসা চলার পর অবশেষে দুই সাংসদ ফিরে যেতে বাধ্য হন। এদিন লকেট চ্যাটার্জী ডিএম ও সিপির বদলির দাবী করেন। অন্যদিকে লকেট চ্যাটার্জীকে নিখোঁজ চ্যাটার্জী বলে কটাক্ষ করার পাশাপাশি অর্জুন সিংকে গুন্ডা বলে দাবী করেন তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব। তিনি বলেন উস্কানিমূলক মন্তব্যের জন্য এই দুজনকেই অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। পাশাপাশি দিলীপ যাদবের বক্তব্য লকেট, অর্জুন, দিলীপ’ মুকুল এদের কাজ শুধু রাজ্যপাল পর্যন্ত যাওয়া এবং সকাল থেকে রাজ্যপালের সাথে ট্যুইট করা।Related Articles
করোনার সতর্কতা হিসাবে কলেজে ছুটি। সিলেবাস শেষ করতে বাড়িতে বসেই অনলাইনে ক্লাসের ব্যবস্থা করল বেলুড় লালবাবা কলেজ।
হাওড়া , ২০ মার্চ:- বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক। ছাড় পায়নি এ রাজ্যও। সতর্কতা হিসাবে ছুটি দেওয়া হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এমন অবস্থায় ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনায় পিছিয়ে না পড়েন সেই কথা ভেবে বেলুড় লালবাবা কলেজ কর্তৃপক্ষ অভিনব পদ্ধতিতে কলেজর ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা করেছেন। এই কাজে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন কলেজের অধ্যক্ষ নিজেই। কলেজের বিভিন্ন […]
রামমন্দির উদ্বোধনের দিনে রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়ে জানতে চেয়ে মুখ্য সচিবকে চিঠি রাজ্যপালের।
কলকাতা, ১৮ জানুয়ারি:- আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় কী প্রস্তুতি নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে মুখ্যসচিবকে চিঠি পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই দিন অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে ঘিরে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশজুড়ে তার প্রচার চলছে। এ রকম পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলি শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার উদ্বেগ প্রকাশ […]
দলীয় কার্যালয় এ আগুন লাগানোর প্রতিবাদে ডানকুনিতে অবরোধ বিজেপির।
হুগলী,১৬ ডিসেম্বর:- গতকাল নাগরিকত্ব সংশোধনী বিল এর প্রতিবাদে মিছিল থেকে বিজেপির কর্মীদের মারধর ও দলীয় কার্যালয় এ আগুন লাগানোর প্রতিবাদে দুর্গাপুর রোড অবরোধ বিজেপি সভাপতি শ্যামল বোস এর নেতৃত্বে।ডানকুনি দুর্গাপুর রোড অবরোধ। ৪ জন কার্যকর্তা দের বেধড়ক মারধর করে কিছু দুষ্কৃতী। তার প্রতিবাদে গনতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলাকালীন জেলা সভাপতি শ্রী শ্যামল বোস […]