সুদীপ দাস,১৩ মে:- দিনভর নাটকের পরও কোনভাবেই হুগলীর জেলাশাসকের সাথে সাক্ষাৎ করতে পারলেন না বিজেপির দুই সাংসদ লকেট চ্যাটার্জী ও অর্জুন সিং। প্রসঙ্গত দিনকয়েক ধরে গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে রয়েছে ভদ্রেশ্বরের তেলিনিপাড়া এলাকা। সেবিষয়েই বুধবার হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর হুগলীর জেলাশাসক ওয়াই রত্নাকর রাওয়ের সাথে দেখা করার কথা ছিলো। কথামত সকাল ১১টা নাগাদ চুঁচুড়ায় জেলাশাসক দপ্তরের সামনে উপস্থিত হন সাংসদ অর্জুন সিং। সেখানে এসে তিনি জানতে পারেন ডিএম নয় এ ডিএমের সাথে তিনি দেখা করতে পারেন। এরপরই বেঁকে বসেন সাংসদ। তিনি সটান ডিএম অফিসের সামনেই ফুটপাথে বসে পরেন। তাঁর পাশে বসেন বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপাঞ্জন গুহ, দলের হুগলী সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী সহ দলীয় নেতা কর্মীরা। তখন গোটা ডিএম চত্ত্বরে টানটান উত্তেজনা। মাঝেমাঝেই গেটে থাকা পুলিশ কর্মীদের কাছে ডিএমের সাথে একবার দেখা করার আবেদন এলেও কোন সাড়া মেলেনি। অর্জুন সিং এখান থেকেই জেলাশাসককে চ্যালেঞ্জ করে বলেন আজ উনি কেনো দেখা করলেন না সে বিষয়ে ওনাকে সংসদের বিশেষ কমিটির কাছে জবাব দিতে হবে।
পাশাপাশি আজ থেকে চন্দননগর ও শ্রীরামপুর মহকুমা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা নিয়েও রাজ্য সরকারকে একহাত নেন অর্জুন বাবু। এরপর দুপুর সাড়ে ১২টা নাগাদ হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী সেখানে এসে অর্জুন সিং-এর পাশে বসে পরেন। বেশ কিছুক্ষন বসে থাকার পর গেটের পুলিশ কর্মীদের সাথে কথা বলে দুই সাংসদ ঢুকে পরেন ডিএম অফিসে। কিন্তু সেখানেও প্রথমে একতলা এবং পরে দোতলায় চলে একপ্রস্থ নাটক। সবশেষে ডিএমের সাথে দেখা না হওয়ায় তাঁরা তেলিনিপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথে মানকুন্ডু জ্যোতির মোড়ে তাঁদের পথ আটকায় পুলিশ বিশাল পুলিশ বাহিনি। উপস্থিত ছিলেন এসিপি হেডকোয়ার্টার গোলাম সারওয়ার। সেখানে পুলিশের সাথে বেশকিছুক্ষন বচসা চলার পর অবশেষে দুই সাংসদ ফিরে যেতে বাধ্য হন। এদিন লকেট চ্যাটার্জী ডিএম ও সিপির বদলির দাবী করেন। অন্যদিকে লকেট চ্যাটার্জীকে নিখোঁজ চ্যাটার্জী বলে কটাক্ষ করার পাশাপাশি অর্জুন সিংকে গুন্ডা বলে দাবী করেন তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব। তিনি বলেন উস্কানিমূলক মন্তব্যের জন্য এই দুজনকেই অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। পাশাপাশি দিলীপ যাদবের বক্তব্য লকেট, অর্জুন, দিলীপ’ মুকুল এদের কাজ শুধু রাজ্যপাল পর্যন্ত যাওয়া এবং সকাল থেকে রাজ্যপালের সাথে ট্যুইট করা।Related Articles
হজ যাত্রীদের টিকাকরণ শুরু হলো হুগলি জেলায়।
হুগলি, ২৪ এপ্রিল:- হজ যাত্রী যারা নাম নথিভুক্ত করিয়েছেন আজ তাদের টিকাকরণ হয়। এদিন চুঁচুড়া, চণ্ডীতলা ও আরামবাগে টিকা দেওয়া হয়। হজ পালনের জন্য লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষ আরবী মাসের জিলহজ মাসে সৌদি আরবের মক্কা শহরে হজ পালনের জন্য যান। সেই মত দেশ, রাজ্য ও হুগলি জেলা থেকেও বহু মানুষ এই বছর যাচ্ছেন।হজে যাওয়ার […]
বেলুড় লালবাবা কলেজে অনশন বিক্ষোভ।
হাওড়া, ৯ সেপ্টেম্বর:- কলেজ প্রিন্সিপালের প্রতিশ্রুতি মতো সংশোধিত রেজাল্ট হাতে না পাওয়ায় বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার কলেজ চত্বরে অনশন বিক্ষোভ শুরু করেছেন। গত ৬ সেপ্টেম্বর স্নাতক স্তরের প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী সেমিস্টারের পর অসম্পূর্ণ মার্কশিট হাতে পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন। প্রায় তিন ঘন্টা প্রিন্সিপালকে ঘিরে চলে বিক্ষোভ। অবশেষে প্রিন্সিপালের লিখিত আশ্বাসে বিক্ষোভ ওঠে। এরপর বুধবার তাদের […]
করোনা মোকাবিলায় কার্যকরী পদক্ষেপ নিতে রাজ্য সরকারের কাছে দাবি জানালো সংযুক্ত মোর্চা।
কলকাতা , ২৪ এপ্রিল:- কোভিড মহামারী মোকাবিলায় অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সংযুক্ত মোর্চা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, কংগ্রেস নেতা ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য এর নেতৃত্বে মোর্চার এক প্রতিনিধি দল আজ নবান্নে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে দেখা করে এই দাবি জানান। পরে বিমান বাবু বলেন, […]