এই মুহূর্তে খেলাধুলা

করোনার জেরে বিশ্ব ফুটবলে নয়া নিয়ম ঘোষণা ফিফার।


 

স্পোর্টস ডেস্ক,১০ মে:- করোনা পরবর্তী সময়ে শুরু হওয়া ফুটবল ম্যাচে আসছে নয়া নিয়ম। নয়া সিদ্ধান্তের কথা জানাল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। করোনা পরিবর্তী সময় ফুটবল শুরু হলে, ফুটবলার পরিবর্তনের বদলে ফুটবলারের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। কারণ বিশ্বে করোনা সংক্রমণ এখনও চলছে। এই পরিস্থিতিতে ফুটবলারদের করোনা পরীক্ষা করে খেলার শুরু হচ্ছে। অসম্ভব চাপের এই পরিস্থিতিতে ফুটবল শুরু হওয়ায় ফুটবলারদের উপর মানসিক চাপ বাড়তে পারে এবং মাঠে চোটের প্রবণতা বাড়তে পারে বলে মনে করছে ফিফা। তাই ৯০ মিনিটের খেলায় পাঁচজন বদলি খেলোয়াড় ব্যবহার করা নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, নকআউট ম্যাচে খেলা অতিরিক্ত সময়ে গড়ালে আরও একজন বাড়তি বদলি খেলোয়াড় যোগ করতে পারবে দলগুলো। অর্থাৎ অতিরিক্ত সময় মিলিয়ে মোট ছটি পরিবর্তন করা যাবে। এই নিয়েই প্রস্তাব দেওয়া হয়েছে। ফিফার টেকনিক্যাল কমিটি আলোচনার পর পাঁচজন করে ফুটবলার পরিবর্তনের সুপারিশ করে। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, শর্তসাপেক্ষে এখন বিভিন্ন টুর্নামেন্ট আয়োজকদের পাঁচজন করে ফুটবলার পরিবর্তনের অনুমতি দেওয়া হচ্ছে। ফিফা জানিয়েছে তবে এই নিয়ম একেবারে বদলে যাচ্ছে না। করোনা পরবর্তী সময়ে এখন ফুটবল শুরুর সময় এই নিয়ম প্রযোজ্য। স্বল্পকালীন মেয়াদে এই নিয়ম চালু থাকবে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিয়ম চালু থাকবে বলে ফুটবল মহলে মনে করা হচ্ছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.