স্পোর্টস ডেস্ক ,৭ মে:- করোনা পরিস্থিতির মধ্যেই নতুন মরসুমের জন্য দল সাজানোর কাজ প্রায় শেষের পথে ইস্টবেঙ্গলের। জামশেদপুর এফসি থেকে ইস্টবেঙ্গলে এলেন সাইড ব্যাক কিগান পেরেরা। এটিকে,বেঙ্গালুরুর মতো ক্লাবে খেলেছেন কিগান। অন্যদিকে গত আইলিগে গোকুলামের হয়ে দুরন্ত পারফর্ম করা মহম্মদ ইর্শাদের সঙ্গেও চুক্তি সেরে ফেলল লাল-হলুদ। ডিফেন্সিভ মিডিও ছাড়াও সেন্ট্রাল ব্যাক পজিসনেও খেলতে পারেন কেরালার এই ফুটবলার। পাশাপাশি পঞ্জাব এফসি-র তরুণ ফুটবলার গিরিক খোসলাকেও চূড়ান্ত করেছে লাল-হলুদ। অনেকগুলো পজিসনে খেলতে পারেন মহারাষ্ট্রের এই ফুটবলার। ফরোয়ার্ড,অ্যাটাকিং মিডিও ছাড়াও উইঙ্গার হিসাবেও খেলে গত আইলিগে নজর কেড়েছিলেন গিরিক। দুটোও গোল ছিল তাঁর। উল্লেখ্য এই তিন তারকা ছাড়াও ইস্টবেঙ্গলের আইএসএল খেলা এখনও নিশ্চিত নয়। তা সত্বেও দুটো আইএসএল ক্লাবের অফার ছেড়ে লাল-হলুদ জার্সি গায়ে চাপালেন মোহনবাগানের আইলিগ জয়ী গোলকিপার শঙ্কর রায়। গত আইলিগের অন্যতম সেরা গোলকিপারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলে খেলার নিয়মিত সুযোগ পাবেন,তাই নতুন মরশুমে তার গন্তব্য হিসাবে শতাব্দী প্রাচীন ক্লাবকে ই বেছে নিলেন বাঙালি এই গোলকিপার।