হাওড়া,৫ মে:- টিকিয়াপাড়া-কান্ডে হাওড়া সিটি পুলিশের ট্যুইট নিয়ে সরব হল বিজেপি। পুলিশের ওই ট্যুইট প্রসঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং বলেন, পুলিশ টিকিয়াপাড়ার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। তারপরে গতকাল এক ট্যুইটে পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি বিজেপির এক সদস্যের ভাই। তিনি প্রশ্ন তোলেন তাহলে এই ঘটনায় বাকি যারা গ্রেফতার হয়েছে এরা কার ভাই ? পুলিশকে লক্ষ্য করে সেদিন যারা ফুল ছুঁড়েছিল তারা কোন দলের সঙ্গে যুক্ত ? তিনি জানিয়েছেন, এটা পুলিশের রাজনীতিকরণ হচ্ছে। পুলিশ টিএমসির হয়ে কাজ করছে। যে কারও ভাই হোক না কেন, যারা দোষী তাদের গ্রেফতার করুক। কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে পুলিশ তাদের অক্ষমতা লুকোতে এমন কাজ করছে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী এক জায়গায় জড়ো হওয়া বা সামাজিক অনুষ্ঠান করা যাবে না। কিন্তু এখানে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী পুলিশ চলে না। এখানকার মন্ত্রীদের আদেশ অনুযায়ী কাজ করে।