নবান্ন,হাওড়া,২৮ এপ্রিল:- রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় আরো 28 জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সময় রাজ্য সরকারের নিযুক্ত অডিট কমিটি আরও দু’জনের করনাই আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।মুখ্য সচিব রাজীব সিনহা আজ নবান্ন জানিয়েছেন এর ফলে রাজ্যে মোট করোনা মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ২২ ।মৃত এবং ইতিমধ্যেই সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে ৫২২ জন আক্রান্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টাতেই ১০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে মুখ্য সচিব জানান। তিনি জানিয়েছেন করোনা নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। গত ২৪ ঘন্টায় এগারোশো র বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরফলে রাজ্যে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ২২৩।আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে কননা পরীক্ষার হার জাতীয় গড় ছুঁয়ে ফেলবে বলে তিনি দাবি করেন। মুখ্য সচিব আরো জানান, নতুন করে আক্রান্তদের বেশির ভাগ ঘটনাগুলি কলকাতা, হাওড়া, উত্তর ২৪পরগনা , হুগলি, দক্ষিণ২৪ পরগনা থেকে সামনে এসেছে। এদিকে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী আজ নবান্নে চিকিৎসক সমাজ এবং সমাজের বিশিষ্টজনদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন।মুখ্য সচিব জানিয়েছেন ওই বৈঠকে বিশিষ্ট সমাজের কাছ থেকে কিছু মূল্যবান পরামর্শ পাওয়া গেছে। চিকিৎসক সমাজ তাদের কিছু দাবি দেওয়ার কথাও জানিয়েছে। সেগুলি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Related Articles
মেয়ের বিয়ের আগে বাবার অস্বাভাবিক মৃত্যুতে হতবাক পরিবার।
হুগলি, ১৭ নভেম্বর:- দশ দিন পর মেয়ের বিয়ে। তার ঠিক আগে, বাবা এমন কাণ্ড ঘটনাবেন তা এখনও বিশ্বাস হচ্ছে না পরিবারের সদস্য থেকে শুরু করে আত্মীয়-স্বজনদের। কারণ নিয়েও রয়েছে বিস্তর ধোঁয়াশা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই তোলপাড় হুগলি জেলা। এই ঘটনা পোলবাতে চাঞ্চল্য ছড়িয়েছে। দশ দিন পর মেয়ের বিয়ে, সকালে বাবার ঝুলন্ত মৃতদেহ মিলল সোয়াখালের […]
করোনা পরিস্থিতিতে পাশে সাংবাদিকরাও।
হাওড়া, ৫ এপ্রিল:- করোনা পরিস্থিতিতে এগিয়ে এলেন সাংবাদিকরাও। রবিবার হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের পক্ষ থেকে ঘুসুড়ি কুলিলাইনে ৬৬টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রতি পরিবার পিছু ২ কেজি চাল, ২ কেজি আলু, মুড়ি, চিঁড়ে, মুড়কি, বাতাসা ও বিস্কুট দেওয়া হয়। এদিন ছিল প্রথম পর্যায়। এরপর আগামীদিনে আরও অনেক পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন […]
বুলবুলির লড়াই দেখতে স্থানীয়রা আজও ভিড় জমান গোপীবল্লভপুরের ঠাকুরবাড়িতে
ঝাড়গ্রাম, ১৪ জানুয়ারি:- পৌষ সংক্রান্তি থেকে গ্রাম বাঙলার লৌকিক দেব দেবীর পুজো শুরু হয়ে যায় পুরো জঙ্গলমহল জুড়ে। এই পুজো কেন্দ্র করে বসে মেলা। ভীড় জমান স্থানীয় বাসিন্দারা। চলে দেদাদ কেনাকাটা। তবে অধুনা ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ঠাকুরবাড়িতে এলাকার হাজার হাজার মানুষ ভীড় জমান বুলবুলি পাখির লড়াই দেখতে। দীর্ঘ কয়েক শতাব্দী প্রাচীন এই বুলবুলির লড়ায়ের জনপ্রিয়তা আজও […]