হাওড়া,২৬ এপ্রিল:- করোনা সংক্রমণ রুখতে হাওড়ার হটস্পট এলাকায় সমস্ত বাজার, দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্বেও বেলুড়, নিশ্চিন্দা, দাশনগর, জগাছার কিছু এলাকায় নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে। যদিও প্রতি এলাকাতেই খবর পেয়েই তৎপর হয়েছে পুলিশ। তুলে দেওয়া হয়েছে বাজার।সরিয়ে দেওয়া হয়েছে বিক্রেতাদের। শনিবার রাতে বেলুড় নতুন বাজার খোলা ছিল বলে স্থানীয়দের অভিযোগ। সেখানে বাজারে ভীড়ও হয়েছিল।খবর পেয়েই ছুটে আসে বেলুড় থানার পুলিশ। বাজার বন্ধ করে দেওয়া হয়। বাজার খোলা রাখার অভিযোগ ওঠে জগাছার পল্লবপুকুর এলাকাতেও। জগাছা থানার পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। আজ রবিবার সকালেও দাশনগরের বালিটিকুরি, এবং বালির নিশ্চিন্দা এলাকায় হাওড়া সিটি পুলিশের তৎপরতা চোখে পড়ে। লকডাউন ভেঙে যারা রাস্তায় বেরিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। যেখানে আজ সকালেও লুকিয়ে দোকানপাট খোলা হয়েছে সেখানে পুলিশ এসে দোকান, বাজার বন্ধ করে দেয়। ভীড় সরিয়ে দেয়।