এই মুহূর্তে জেলা

জন্মাষ্টমী উৎসব পালন মাহেশ জগন্নাথ মন্দিরে।

হুগলি, ৬ সেপ্টেম্বর:- বুধবার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্ম উৎসব পালিত হয়েছে সারা পৃথিবী জুড়ে। এদিন সকাল থেকেই নানা প্রান্তের ভক্তরা মেতে উঠেছেন কৃষ্ণ বন্দনায়। হুগলির মাহেশের ৬২৭ বছরের সুপ্রাচীন জগন্নাথ দেবের মন্দিরেও পালিত হচ্ছে জন্মাষ্টমী, সকাল থেকে হাজার হাজার ভক্তরা এসে ভিড় জমিয়েছেন জগন্নাথ দেবের মন্দিরে, তার দর্শন ও কৃপা লাভের এর আশায়। আজকে প্রভুকে বিশেষ বালক রূপে সজ্জিত করা হয়েছে। মাথায় পাগড়ি নূতন ঘাগড়া ফুল মালায় অনিন্দ্য সুন্দর রূপে পূজিত হয়েছেন জগতের নাথ প্রভূ জগন্নাথ দেব। আজকের এই উৎসব সম্বন্ধে বলতে গিয়ে মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান কলিযুগে শ্রীকৃষ্ণ প্রভু জগন্নাথ হিসাবে পূজিত হন।

তাই আজ সকাল থেকেই আমাদের এই ঐতিহাসিক প্রভু জগন্নাথ দেবের গর্ভ গৃহে বিশেষ পূজা অর্চনা চলছে।এবং এদিন রাত ৮টা ১৫ মিনিটে জন্মাষ্টমীর উপলক্ষে বিশেষ হোম যজ্ঞ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম ঘটবে আমাদের এই মন্দিরে। আজকে আমরা জগন্নাথ দেবকে বালক রূপে সাজিয়েছি। বছরের বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে নানা বেশে প্রভু জগন্নাথদেবকে সজ্জিত করা হয়। আজ শ্রীকৃষ্ণের জন্মদিনে তাই তাকে বালক রূপে সাজানো হয়েছে মাথায় পাগড়ি সুসজ্জিত পোশাক পুষ্প মালায় শোভিত শ্রীকৃষ্ণ রুপী ভগবান জগন্নাথদেব দর্শন দিচ্ছেন। ভক্তদের। ভক্তরা এদিন প্রভু জগন্নাথ কে দর্শন করে জানিয়েছেন আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছি, প্রভু আমাদের জগতকে আরো সুন্দর করো আরো সজীব কর সমস্ত মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে এবং তাদের সংসার সমৃদ্ধিতে ভরে উঠুক।