হুগলি,২৩ এপ্রিল:- করোনার থাবা এবার হুগলীর কোন্নগড় কানাইপুর পঞ্চায়েতের আদর্শনগর এলাকায়।কলকাতা মারওয়ারী সোস্যাইটি হাসপাতালের ডাক্তার ও তার স্ত্রীর গত ৭ তারিখ থেকে জ্বর ও কাঁশি নিয়ে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে ভর্তি হন। তার পরের দিন লালারস নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়।গতকাল রাতে ডাক্তারের স্ত্রী সেই পরীক্ষার রিপোর্ট আসে ,তাতে জানা যায় ডাক্তারের স্ত্রীর মধ্যে করোনা বাসা বেঁধেছে। বৃহস্পতিবার এই খবর পাওয়ার সাথে সাথেই কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের উদ্যোগে দমকলের সাহায্যে এলাকা সানিটাইজ করার কাজ শুরু হয়।পঞ্চায়েত প্রধান জানান অযথা আতঙ্কিত হবেন না। লকডাউন মেনে চলুন। কানাইপুর পঞ্চায়েত মানুষের পাশে আছে।।