হাওড়া,২৩ এপ্রিল:- লকডাউন পালন করতে হাওড়ার হটস্পটগুলিতে কড়া করা হয়েছে পুলিশি ব্যাবস্থা। রাস্তায় চলছে নাকা চেকিং। বাজারেও রয়েছে কড়া নজরদারি। বাজার করতে আসা সকলকেই সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে বারবার অবগত করানো হচ্ছে। হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে, নজরদারি আরও বাড়ানো হয়েছে। লকডাউন ভাঙলেই গ্রেপ্তার করা হচ্ছে। চলছে রূটমার্চও। জমায়েত রূখতে ও দূরত্ব বজায় রাখার কথা মাইকিং করে জানানো হচ্ছে। এদিকে, পুলিশের তৎপরতায় আজ বৃহস্পতিবার সকাল থেকে লকডাউনের প্রকৃত ছবি দেখা গেল হাওড়ায়। প্রায় শুনশান রয়েছে রাস্তাঘাট। নির্দিষ্ট সময়ের মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বাজার, দোকান। পুলিশ ও পুরসভার কর্মী ছাড়া রাস্তায় কাউকে তেমনভাবে দেখা যাচ্ছে না। আজ সকাল থেকেই দেখা গেছে পুলিশের তৎপরতা। কালিবাবুর বাজার সহ হাওড়ার বেশ কিছু বাজার এবং রাস্তাঘাটে প্রকৃত লকডাউনের ছবি ফুটে উঠেছে।