এই মুহূর্তে জেলা

হুগলি সফরে জেলা পর্যবেক্ষক অঙ্কার সিংহ মীনা।

হুগলি, ৬ ডিসেম্বর:- হুগলি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে আজ হুগলি সফরে এলেন জেলা পর্যবেক্ষক অঙ্কার সিংহ মীনা (IAS)। দুপুর ২:৩০ মিনিটে সার্কিট হাউস কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় প্রশাসনিক বৈঠক। উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশিদ আলী কাদরী, বিভিন্ন দফতরের আধিকারিক এবং সংশ্লিষ্ট প্রকল্পের দায়িত্বপ্রাপ্তরা। বৈঠকে পথশ্রী–রাস্তাশ্রী, আমাদের পাড়া আমাদের সমাধান, বাংলার বাড়ি এবং বাংলার সহায়তা কেন্দ্র (BSK)–সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে।

কোথায় বকেয়া রয়েছে এবং দ্রুত বাস্তবায়নে কী পদক্ষেপ প্রয়োজন—তা নিয়ে আলোচনা হয়। পর্যবেক্ষকের সফর ঘিরে প্রশাসনে তৎপরতা লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্ট দফতরগুলিকে অগ্রগতি রিপোর্ট ও মাঠপর্যায়ের নথি উপস্থাপন করতে বলা হয়। জেলা প্রশাসনের মতে, এই বৈঠক আগামী দিনের উন্নয়ন কর্মযজ্ঞকে আরও গতি দেবে।