হুগলি, ৪ সেপ্টেম্বর:- শিক্ষক দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার কলকাতায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে হুগলির মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যালয়ের সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হল। এদিনের অনুষ্ঠানে স্কুলের বর্তমান সম্পাদক স্বামী শিবেসানন্দ এবং প্রধান শিক্ষক কৃষেন্দু বন্দ্যোপাধ্যায়ের হাতে শংসাপত্র এবং ট্রফি তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ১৯৫২ সালে স্বামী প্রেম ঘণানন্দ (অরূপ মহারাজ) একটি ছোট্ট চালা ঘর তৈরি করে এই স্কুলের পথ চলা শুরু করেন।
তারপর কেটে গেছে এতগুলি বছর ক্রমে ক্রমে হুগলি জেলার মধ্যে এই স্কুলটি একটি মহি রুহে পরিণত হয়েছে। এই দীর্ঘ সময়ে থেকে হাজার হাজার ছাত্র এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। এবং তাঁরা সারা পৃথিবীর বিভিন্ন স্থানে উচ্চপদে কর্মরত রয়েছেন। এদিনে এই স্কুলের সাফল্যের খবর আসা মাত্র ছুলের শিক্ষক, শিক্ষাকর্মী সহ ছাত্র-ছাত্রীরা আনন্দে মেতে ওঠে। এর সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা এবং অভিভাবকরাও খুব খুশি। তারা জানিয়েছেন যেভাবে স্বামী প্রেম ঘনানন্দ (অরূপ মহারাজ) পরবর্তীকালে স্বামী সোমানন্দ যেভাবে তিল তিল করে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন তা এক কথায় অনন্য।








