হুগলি, ১৭ আগস্ট:- গ্রীষ্মের দাবদাহে রক্তের চাহিদা মেটাতে গত ২৩ বছর ধরে রিষড়ার বাগপাড়ার ছায়ানীড় ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করে। রবিবার সেই রক্তদান শিবিরে এসে বহু মানুষ রক্তদান করে মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়ালেন। রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র এদিনের এই শিবিরে এসে সংগঠনের সদস্যদের ভূয়সী প্রশংসা করে জানান, মনুষ্য জীব সমাজের শ্রেষ্ঠ হিসেবে নিজেদের জাহির করে, কারণ আমাদেরও কিছু সামাজিক কর্তব্য রয়েছে।
সেই কর্তব্যের প্রতি নিষ্ঠা দেখিয়ে এখানকার ছায়ানীড় সংগঠন যে মহতী উদ্যোগ নিয়েছেন তার জন্য তাদের প্রত্যেকটি সদস্যকে আমি অকুন্ঠ সাধুবাদ জানাচ্ছি। কারণ আমরা জানি রক্ত কখনো ফ্যাক্টরিতে বা কারখানায় তৈরি হয়না, মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজন মেটাতে পারে একমাত্র মানুষই। তাই এক কথায় বলতে গেলে রক্তদান মানে জীবন দান, এর জন্য আমি তাদের কুর্নিশ জানাচ্ছি।
অন্যদিকে পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ গোস্বামী জানান গত ২৩ বছর ধরে এই ছায়া নীড় ক্লাবের সদস্যরা মানব সেবার মত মহতি কাজ করে চলেছেন তার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। এই সময় রক্তের একটা আকাল দেখা দেয় যার জন্যেই এরা প্রতি বছর এই সময় রক্তদান শিবিরের আয়োজন করে মুমূর্ষ মানুষের পাশে দাঁড়ান। যেটা একটা মহান মানবিক কর্তব্য বলে আমি মনে করি।