হুগলি, ৮ আগস্ট:- বাঁশবেড়িয়া ১৬ নাম্বার ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছিল আজ সন্ধায়। ঠিক সেই সময় বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী ওই পথ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তাকে থামিয়ে রাখি পড়িয়ে দেয় বিজেপি কর্মীরা। হাসি মুখে রাখি পরেন চেয়ারম্যান। কয়েকজন বিজেপি কর্মি বলে ওঠে হিন্দু হিন্দু ভাই ভাই। এই কথা শুনে বিরক্ত হন পৌরসভার চেয়ারম্যান।
বিজেপি কর্মীদের বলেন, হিন্দু হিন্দু ভাই ভাই কি! জয় বাংলা বল।চেয়াম্যান এরপর বলেন, নাটক না করতে। যে রাজনৈতিক দলই করো না কেন ভদ্রতা রাখতে হবে। তোমরা নাটক করলে আমিও অনেক নাটক করতে পারি। তিনি অনেক লড়াই করে উঠেছেন। ৮১ সাল থেকে লড়ছেন। ১৪ টা মামলা ছিল। ভয় পাননি কোনো দিন। পথ চলতি মানুষদের রাখি পরিয়ে মিষ্টি মুখ করান বিজেপি কর্মিরা।