এই মুহূর্তে জেলা

দক্ষিণেশ্বরে মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী কাজল

উঃ২৪পরগনা, ২২ মে:- সাতসকালেই দমদমের ভবতারিনী দক্ষিণেশ্বরে কালী মন্দিরে পুজো দিতে আসলেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতনামা অভিনেত্রী কাজল দেবগণ। এদিন সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দক্ষিণেশ্বর মন্দিরে আসেন অভিনেত্রী কাজল দেবগন, মায়ের কাছে পুজোও দেন অভিনেত্রী।

মন্দির চত্বর ছাড়ার পূর্বে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন অভিনেত্রী কাজল দেবগন জানান জানান মা নামের একটি মা মাইথ লজিক্যাল হরর ফিল্মের প্রমশন শুরুর আগে পুজো দিতে এসেছি। এখানে আসলে মনে হয় আমি আমার বাপের বাড়িতে এসেছি। এদিন তিনি অপারেশন সিঁদুরের জন্য দেশের সেনাবাহিনীকেও ধন্যবাদ জানাতে ভুললেন না।