হাওড়া, ২৯ মার্চ:- সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে এবার অনলাইন কোর্স চালু করছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। এই পাঠক্রমটির নাম দেওয়া হয়েছে ‘এআই ইন জার্নালিজম ফিউচার অফ নিউজ।’ জানা গেছে, সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কিভাবে ভবিষ্যতে এই ক্ষেত্রের পট পরিবর্তন করবে তারই খুঁটিনাটি পড়ানো হবে এই কোর্সে। তিন মাসের এই কোর্সের পুরো ক্লাসই করানো হবে অনলাইনে। মে মাসের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে। প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যায় অনলাইনে ওই ক্লাস হবে। কোর্স ফি পড়বে ৫,০০০ টাকা।
দ্বাদশ পরীক্ষায় উত্তীর্ণ যে কেউ ভর্তির জন্য আবেদন করতে পারবেন। পাঠক্রমে থাকবে জার্নালিজমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, স্বয়ংক্রিয় কন্টেন্ট তৈরি, খবর সংগ্রহের জন্য বিভিন্ন এআই টুলের ব্যবহার, অডিয়েন্স ডেভেলপমেণ্ট, ফ্যাক্ট চেকিং, মাল্টিমিডিয়া ও ইনভেস্টিগেটিভ জার্নালিজমে এআই এর ব্যবহারের মতো বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়। উদ্যোক্তাদের দাবি, মানবজাতির কল্যাণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে সাংবাদিকতায় ব্যবহৃত হবে তা নিয়ে বেলুড় রামকৃষ্ণ বিদ্যামন্দিরের এই কোর্স চালু হলে এই বিষয়ে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে আগ্রহী হবে।