এই মুহূর্তে জেলা

১০ দফা দাবিতে সিএমওএইচ অফিসে আশা কর্মীদের ডেপুটেশন হাওড়ায়।

হাওড়া, ৭ মার্চ:- রাজ্য সরকারকে আশাকর্মীদের ন্যূনতম মাসিক ১৫,০০০ টাকা ভাতা দিতে হবে, কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীদের পরিবারকে ৫ লক্ষ টাকা দিতে হবে, ফরমেটের প্রতি আইটেমের বরাদ্দ দ্বিগুণ করে বকেয়া সমস্ত টাকা এককালীন দিতে হবে এবং আশাকর্মীদের সমস্ত সরকারি ছুটির দাবি সহ মোট ১০ দফা দাবিতে শুক্রবার দুপুরে রাজ্যের সমস্ত সিএমওএইচ অফিসে ডেপুটেশন কর্মসূচি নেয় এআইইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন।

হাওড়াতেও এদিন সিএমওএইচ অফিসে ডেপুটেশন দেওয়া হয় আশাকর্মী ইউনিয়নের তরফ থেকে। শুক্রবার দুপুর ২টো নাগাদ পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে কর্মীরা হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং ডেপুটেশন জমা দেন। তাঁরা জানান, দ্রুত তাঁদের এই সমস্ত দাবি না মানা হলে আগামী দিনে কর্মবিরতির ডাক দিয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।