এই মুহূর্তে জেলা

জীবিত ভোটারকে মৃত বলে দাবি তৃণমূল নেতার, যদিও পরে ভুল স্বীকার।

হুগলি, ৬ মার্চ:- ঘটনা শ্রীরামপুরের সাত নম্বর ওয়ার্ডের এন এন রায় স্ট্রিট এলাকায়। বুধবার শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শ্রীরামপুর পুরসভার পুর পারিষদ সন্তোষ সিং তার দলীয় কর্মীদের সাথে নিয়ে এলাকায় যান ভুয়ো ভোটার ধরতে। যেখানে বাড়ি বাড়ি ভোটার দেখার সময়, ভোটার লিস্ট দেখে তিনি অভিযোগ করেন শেখর সাও নামে এক ব্যক্তি ১৬ বছর আগে মারা গেছেন, অথচ তালিকায় তার নাম আছে,বারংবার কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হয়নি।

তারা শুধু মৃত সার্টিফিকেট চাইছে। যদিও নেতার অভিযোগ থাকলেও দেখা যাচ্ছে শেখর সাউ পাশের এলাকায় দিব্যি বেঁচে আছেন। গত কয়েক মাস আগে তার সেরিব্রাল অ্যাটাক হওয়ার কারণে সে কিছুটা অসুস্থ হলেও এখন ভালো আছে। স্বাভাবিকভাবে এই ঘটনায় সে যথেষ্ট ক্ষুব্ধl সে বলেন আমি ভোট দিই নিয়মিতভাবে। যদিও পরে অভিযুক্ত তৃণমূল নেতা তার ভুল স্বীকার করেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় উঠছে প্রশ্ন।