এই মুহূর্তে জেলা

বিরোধীদের অপুষ্টিতে না ভুগিয়ে খাইয়ে দাইয়ে সমর্থন আদায় করুন, নেতা-কর্মিদের বললেন পরিবহন মন্ত্রী।

হুগলি, ১ মার্চ:- আজ চুঁচুড়া রবীন্দ্র ভবনে তৃনমূলের কর্মিসভা হয়।সেখানে পরিবহন মন্ত্রী বলেন, অনেক সময় বিরোধীদের উপর রাগ করে আমরা তাদের সঙ্গে খারাপ আচরন করি। বিজেপি দু কোটি আঠাশ লক্ষ ভোট পেয়েছিল। সেই দু কোটি আঠাশ লাখ মানুষকে বিনা পয়সার রেশন না দিয়ে আপনাদের দিলে আপনাদের হয়ত পুষ্টি হত স্বাস্থ্য ভালো হত। কিন্তু বিজেপির ওই মানুষ গুলো অপুষ্টিতে ভুগত। সেটা রাজ্যের জন্য খারাপ হত। তাই মুখ্যমন্ত্রী ভাবেন, দশ কোটি মানুষের ভাবনা। লোকসভায় তৃনমূল পেয়েছিল দু কোটি অষ্ট আশি লক্ষ ভোট।

বিজেপির থেকে ষাট লক্ষ ভোট বেশি পেয়েছিল তৃনমূল। যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের বাড়ি গিয়ে বোঝাতে হবে। সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা তা দেখতে হবে। তারা যদি বোঝে না তৃনমূলকেই সমর্থন করতে হবে অন্য দলের প্রয়োজন নেই। প্রতি দশজনের মধ্যে একজন যদি তৃনমূলকে ভোট দেয় তাহলে তৃনমূলের আড়াইশো আসন পাওয়া কেউ আটকাতে পারবে না, বলেন পরিবহন মন্ত্রী।